দ্বিতীয় ওয়ানডে ম্যাচে জিম্বাবুয়ের অধিনায়ক গতকাল যেভাবে আউট হলেন এমন ভাবনা শুধু তার না, অনেকেরই হওয়া স্বাভাবিক। বাংলাদেশের বিপক্ষে দারুণ ব্যাটিং করতে থাকা টেলর অদ্ভূত আউটের শিকার হয়েছেন। জিম্বাবুয়ের অন্য ব্যাটসম্যানরা গতকাল বাংলাদেশি বোলিং আক্রমণ সামলাতে হাঁসফাঁস করলেও একপ্রান্তে অবলীলায় রান তুলে যাচ্ছিলেন টেলর। এর মধ্যেই আলসেমি করতে গিয়ে করলেন বড় এক ভুল। ২৫তম ওভারে শরিফুল ইসলামের শর্ট বলে আপার কাট করতে গিয়ে পারেননি। তারপর শটের শ্যাডো প্র্যাকটিস করে ব্যাট নামাতে গিয়ে স্টাম্পে আঘাত করে বসেন, বেলসও পড়ে যায়। নিয়ম মতে আউট। ফলে বাংলাদেশি ফিল্ডাররা বেলস পরে গেলে বাংলাদেশের ফিল্ডাররা আউটের আবেদন করেন। মাঠের দুই আম্পায়ার সিদ্ধান্ত নেওয়ার জন্য তৃতীয় আম্পায়ারের স্মরনাপন্ন হন। আউট দিয়ে দেন তৃতীয় আম্পায়ার, অদ্ভুত আউট!
উইজডেন ইন্ডিয়ার প্রকাশিত খবরে বলা হয়েছে, আউট হওয়ার সময় প্রাথমিকভাবে ব্যাটসম্যানের ভুল মনে হবে। তবে ক্রিকেটের নিয়ম অনুযায়ী এটি কখনোই আউট নয়। তৃতীয় আম্পায়ার তাকে আউট করার পর টেলর প্যাভিলিয়নে ফিরে আসেন। তবে আইনগুলি পর্যালোচনা করলে বোঝা যায় যে তিনি আসলেই দুর্ভাগা ছিলেন!