অদৃশ্য হওয়ার জ্যাকেট আবিষ্কার করলো চীন

| শুক্রবার , ৯ ডিসেম্বর, ২০২২ at ৭:১১ পূর্বাহ্ণ

হ্যারি পটারের সেই বিখ্যাত ‘ক্লোক অব ইনভিজিবিলিটি’র কথা মনে আছে নিশ্চয়ই! এ বার বাস্তবে এমনই এক বস্তু আবিষ্কার করলেন চীনের এক দল গবেষক। এই কোট পরলেই হ্যারি পটারের মতো অদৃশ্য হওয়া যাবে। শুধু তাই-ই নয়, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স-যুক্ত সিকিউরিটি ক্যামেরাতেও ধরা পড়বে না ‘অদৃশ্য’ ব্যক্তি। আসলে এটি একটি কোট।

আর পাঁচটা সাধারণ কোটের থেকে একে আলাদাভাবে চিহ্নিত করা যাবে না বলে দাবি গবেষকদের। আর এটাই এর বিশেষত্ব। এই কোট পরলেই হ্যারি পটারের মতো অদৃশ্য হওয়া যাবে। শুধু তাই-ই নয়, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সযুক্ত সিকিউরিটি ক্যামেরাতেও ধরা পড়বে না ‘অদৃশ্য’ ব্যক্তি।

নতুন আবিষ্কৃত এই পোশাকটির নাম দেওয়া হয়েছে ‘ইনভিসডিফেন্স’। যা ক্যামেরার নজরকেও অনায়াসে ধোঁকা দিতে পারবে। তবে এই ধরনের অদৃশ্য হওয়ার পোশাক ব্যবহারে সরকার ছাড় দেবে কি না তা নিয়েই প্রশ্ন উঠতে শুরু করেছে।

সাউথ চায়না মর্নিং পোস্ট-এর প্রতিবেদন বলছে, এই কোট পরলে দিনের বেলায় অনায়াসে অদৃশ্য হওয়া যাবে। আবার রাতেও ইনফ্রারেড ক্যামেরাকে বিভ্রান্ত করা যাবে।

পূর্ববর্তী নিবন্ধসিএসইতে লেনদেন ৮.৪৬ কোটি টাকা
পরবর্তী নিবন্ধপশ্চিম তীরে ৩ ফিলিস্তিনিকে গুলি করে মারল ইসরায়েল