ঢোলের বাদ্যে নেচে গেয়ে বর্ণিল আয়োজনের মধ্যে দিয়ে শুরু হয়েছে উত্তর কাট্টলীর ঐতিহ্যবাহী সঙ্গীত বিদ্যালয় অদিতি সঙ্গীত নিকেতনের দ্বাবিংশ বর্ষপূতি উপলক্ষে তিন দিনব্যাপী বসন্ত উৎসব ১৪২৯। সংগঠনের প্রতিষ্ঠাতা টুনটু দাশ বিজয়ের সভাপতিত্বে পায়রা উড়িয়ে মঙ্গলশোভা যাত্রার অনুষ্ঠানের উদ্বোধন করেন সাবেক সংসদ সদস্য জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান বেগম চেমন আরা তৈয়ব। ২য় অধিবেশনে জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত গীতিকার ও সুরকার আলম খান মঞ্চে সনদপত্র বিতরণ।
কথামালায় সংগঠনের সভাপতি আবিদা আজাদের সভাপতিত্বে প্রধান অতিথি ও উদ্বোধক হিসাবে উপস্থিত থেকে অনুষ্ঠানের উদ্বোধন করেন নাট্যাভিনেতা ঝুনা চৌধুরী। প্রধান আলোচক ছিলেন রবীন্দ্র সৃজন কলা বিশ্ববিদ্যালযের অধ্যাপক সঙ্গীত শিল্পী ড. বিশ্বজিৎ রায়। বিশেষ অতিথি ছিলেন আগ্রাবাদ মহিলা কলেজের অধ্যক্ষ কৃষ্ণ কুমার দত্ত। হ্যাপী আচার্য্য ও লিংকন দাশের উপস্থাপনায় স্বাগত বক্তব্য রাখেন উৎসব উদযাপন পরিষদের সদস্য সচিব প্রকৌশলী সুমন চৌধুরী। শুভেচ্ছা বক্তব্য রাখেন অদিতি সঙ্গীত নিকেতনের শিক্ষার্থী পূর্বা ভট্টাচার্য্য। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন অনুষ্ঠানের আহবায়ক আবদুল্লাহ আল হারুন, সমন্বয়কারী জুয়েল শীল, মোশারফ ভূইঁয়া পলাশ, সবিতা বিশ্বাস, আশিষ দাশ সহ প্রমুখ।