অদিতি সঙ্গীত নিকেতনের পঞ্চ কবির গান

| রবিবার , ১ অক্টোবর, ২০২৩ at ৫:১৮ পূর্বাহ্ণ

আজি নূতন রতনে ভূষণে যতনে প্রকৃতি সতীরে সাজিয়ে দাও’ শীর্ষক পঞ্চ কবির গান নিয়ে সাংস্কৃতিক সন্ধ্যা, উত্তর কাট্টলী অদিতি সঙ্গীত নিকেতনের উদ্যোগে প্রথম বারের মতো উত্তর কাট্টলী জয়তারা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আবিদা আজাদের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এন এইচ টি হোল্ডিংস লিমিটেডের সহযোগিতায় অনুষ্ঠানের শুরুতে জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে নতুন প্রজন্মকে রবীন্দ্রনাথ, নজরুল, রজনীকান্ত, অতুল প্রসাদ, দ্বিজেন্দ্র লালের কবিতা, গানের মাধ্যমে তুলে ধরা হয়েছে। চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা কনকন দাশ শর্মা, সুবাস দে, প্রতিষ্ঠাতা টুনটু দাশ বিজয়, সুমন চৌধুরী, অমর মজুমদার, শিল্পী রুবেল চৌধুরী, শিল্পী, আনিকা চৌধুরী। বক্তারা বলেন, অদিতি কাট্টলী অঞ্চলে বিভিন্ন ধরনের সাংস্কৃতিক জাগরণ সৃষ্টিতে ভূমিকা রেখেছে। শেষে লিংকন দাশ ও অপর্ণা দত্তের যৌথ সঞ্চলনায় সাস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধশুধু ঈদের সিনেমাতেই কোটি টাকা নেবেন শাকিব
পরবর্তী নিবন্ধতারুণ্যের উচ্ছ্বাস কবিতা উৎসব ৫-৭ অক্টোবর শিল্পকলায়