অদক্ষ চালক দ্বারা গাড়ি চালানোর কারণে সড়কে দুর্ঘটনা ঘটছে

সিএমপির ট্রাফিক দক্ষিণের প্রশিক্ষণ কর্মশালা

| মঙ্গলবার , ১২ সেপ্টেম্বর, ২০২৩ at ৭:৫৮ পূর্বাহ্ণ

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) ট্রাফিকদক্ষিণ বিভাগের উদ্যোগে সড়ক নিরাপত্তা ও সড়ক শৃঙ্খলা বিষয়ক চালকহেলপারদের প্রশিক্ষণ কর্মশালা গতকাল সোমবার নগরীর বিআরটিসি সংলগ্ন চট্টগ্রাম আন্তঃজিলা বাস মালিক সমিতি কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। কর্মশালার প্রতিপাদ্য বিষয় ছিল ‘মেনে চলি সড়ক আইন, হবে না দণ্ড, হবে না ফাইন’।

ট্রাফিকদক্ষিণ বিভাগের সহকারী পুলিশ কমিশনার (এসি) মাহমুদুল হাসানের সভাপতিত্বে ও টিআই (কোতোয়ালি) অনিল বিকাশ চাকমার সঞ্চালনায় অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত উপপুলিশ কমিশনার (এডিসি) আকরামুল হাসান। স্বাগত বক্তব্য রাখেন টিআই (প্রশাসনদক্ষিণ) মোঃ রফিকুল ইসলাম। কর্মশালায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন চট্টগ্রাম অটোটেম্পুঅটোরিকশা শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মোঃ শফি ও সভাপতি জাহেদ হোসেন। কর্মশালায় গণপরিবহনের দু’শতাধিক চালকহেলপার অংশ নেন। কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে ট্রাফিকদক্ষিণ বিভাগের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (এডিসি) আকরামুল হাসান বলেন, প্রচণ্ড গরম ও রোদবৃষ্টি সহ্য করে সড়কে যানজট নিরসন ও শৃঙ্খলা আনায়নে ট্রাফিক পুলিশ নিরলসভাবে কাজ করে যাচ্ছে। ওভার টেকিং, ওভার স্পীড ও অদক্ষ চালক দ্বারা গাড়ি চালানোর কারণে সড়কে প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটছে। জীবন ঝুকিঁমুক্ত রাখাসহ সড়কে শৃঙ্খলা রক্ষায় সকল অবৈধ ও ফিটনেসবিহীন গাড়ি ক্রমান্বয়ে সরিয়ে নিতে হবে। এজন্য পরিবহন মালিকশ্রমিকদের আন্তরিক হতে হবে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধজাগৃতির ৫৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
পরবর্তী নিবন্ধকবি আনন্দমোহন রক্ষিত তাঁর সৃষ্টির মাঝে বেঁচে থাকবেন