অদক্ষ চালকের কবল থেকে রেহাই চাই

| শনিবার , ২১ মে, ২০২২ at ৭:৪৫ পূর্বাহ্ণ

প্রতিদিন পত্রিকার পাতা খুললে-ই পরে দেখা যায়, সড়ক দুর্ঘটনা। এমন ‘দুর্ঘটনা’ থেকে হয়ত অনেকে পার পেয়ে যায়, আবার কেউ ভয়ংকর দুর্ঘটনার শিকার হয়। কেউ চিরতরে দুনিয়ার আলো, বাতাস ছেঁড়ে পাড়ি জমান পরপারে; আবার কেউ হয়ত মৃত্যুর আগ পর্যন্ত ভোগান্তি নিয়ে বেঁচে থাকতে হয়। সারা দেশে ৮৬ দশমিক ৩৩ শতাংশ দুর্ঘটনার প্রধান কারণ চালকের বেপরোয়া গতি। ভুল ওভারটেকিংয়ের কারণে ঘটে আরও ৪ দশমিক ৩৬ শতাংশ দুর্ঘটনা। সবমিলিয়ে সড়ক দুর্ঘটনার ৯০ দশমিক ৬৯ ভাগের জন্যই দায়ী চালক। পুলিশের অভ্যন্তরীণ পরিসংখ্যানে এসব তথ্য উঠে এসেছে। এছাড়াও লাইসেন্স- বিহীন ড্রাইভার, তন্দ্রাভাব নিয়ে গাড়ি চালানো, নেশা করে, হেল্পার দিয়ে গাড়ি চালানো, এগুলাও সমান ভাবে দায়ী। সড়ক পরিবহনের আইন আরও কড়াকড়ি এবং কার্যকারিতা সহ, ভিন্ন চিন্তা-ভাবনা করতে হবে।
‘একটি দুর্ঘটনা সারাজীবনের কান্না’ কথাটা আসলেই বাস্তব। কেননা, যার হারিয়েছে সে-ই একমাত্র অনুধাবন করতে পারে, সে কী হারিয়েছে? সড়ক দুর্ঘটনা যেন ‘ক্যান্সার’ রূপ ধারণ করছে, ‘ক্যান্সার’ হলে যেমন সমস্ত শরীর গ্রাস করে ফেলে, তেমনি এ দুর্ঘটনা যদি বন্ধ না হয়, তবে অদূর ভবিষ্যতে সবাই এমন দুর্ঘটনার মুখোমুখি হতে হবে। তাই বর্তমান পরিস্থিতি বিবেচনা করে সড়ক পরিবহন কর্তৃপক্ষ যেন ব্যবস্থা গ্রহণ করে, এটাই সকলের প্রত্যাশা।
মো. আব্দুল করিম গাজী
শিক্ষার্থী, ফেনী সরকারি কলেজ, ইংরেজি বিভাগ

পূর্ববর্তী নিবন্ধএই দিনে
পরবর্তী নিবন্ধমোহাম্মদ নাসিরউদ্দীন : সাংবাদিক ও সাহিত্য আন্দোলনের অন্যতম প্রতিভূ