চট্টগ্রাম লেডিস ওয়েলফেয়ার ক্লাবের উদ্যোগে মনো–সামাজিক সুরক্ষা বিষয়ক এক সেমিনার গত বৃহস্পতিার বিকালে চট্টগ্রাম সার্কিট হাউজ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। চট্টগ্রাম জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মো. ফরিদুল আলমের সভাপতিত্বে সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সাইকোলজিস্ট ও সিবিটি প্র্যাকটিশনার এবং ক্লাবের সভাপতি তানজিয়া রহমান।
তিনি বলেন, মানুষের জীবনকালের প্রতিটি পর্যায়ে অর্থাৎ শৈশব, কৈশোর, যৌবন, বৃদ্ধ বয়সে ভিন্ন ভিন্ন সময়কালে ভিন্ন ভিন্ন প্রেক্ষাপটে মনোসামাজিক স্বাস্থ্য সেবা গ্রহণের প্রয়োজনীয়তা দেখা দেয়। বর্তমানে শিশু ও কিশোর–কিশোরীদের অতি ডিভাইস প্রীতি তাদের বিকাশের অন্তরায় হিসেবে দেখা দিয়েছে। তিনি কিশোর–কিশোরীদের মোবাইল আসক্তি কমানোর জন্য অন্যান্য শিশুদের সাথে খেলাধুলা ব্যবস্থা করে দেওয়া এবং নতুন নতুন উদ্ভাবনী বিষয়ের প্রতি আকর্ষণ বাড়িয়ে তোলার সুযোগ বৃদ্ধি করার উপর জোর দেন।
সমাজসেবা অফিসার মোহাম্মদ আলমগীরের সঞ্চালনায় সেমিনারে বক্তব্য রাখেন মানসিক প্রতিবন্ধী শিশুদের প্রতিষ্ঠানের অধ্যক্ষ (উপপরিচালক) মুহাম্মদ আবুল কাশেম, হাটহাজারী উপজেলা নির্বাহী অফিসার এ.বি.এম মশিউজ্জামান, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট এস.এম মোরশেদ হোসেন, সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট প্লাবন কুমার বিশ্বাস, পিএইচটিসির তত্ত্বাবধায়ক মোহাম্মদ কামরুল পাশা ভূইয়া, সমাজসেবা অফিসার অভিজিৎ সাহা প্রমুখ। এছাড়া সেমিনারে সমাজসেবা অধিদপ্তর পরিচালিত মানসিক প্রতিবন্ধী শিশুদের প্রতিষ্ঠান, সেফ হোম, বেবী হোম, সরকারি শিশু পরিবার, দৃষ্টি প্রতিবন্ধী বিদ্যালয়, বাক–শ্রবণ প্রতিবন্ধী বিদ্যালয়সহ সমাজসেবা অধিদপ্তরের নিবন্ধিত বেসরকারি শিশু সদন ও প্রতিবন্ধী বিদ্যালয়ের কর্মকর্তা–কর্মচারী, কেয়ারগিভার ও শিক্ষকবৃন্দ অংশগ্রহণ করেন। প্রেস বিজ্ঞপ্তি।












