অতি গোপনীয় অভিযোগ নিয়ে দুদকে হাসনাত সারজিস

| বৃহস্পতিবার , ১০ এপ্রিল, ২০২৫ at ৬:৫৯ পূর্বাহ্ণ

দুর্নীতি দমন কমিশন (দুদক) চেয়ারম্যান মো. আব্দুল মোমেনের সঙ্গে দেখা করে কিছু অভিযোগ জমা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দুই মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ ও সারজিস আলম। তবে গতকাল বুধবার দুপুরে দুদক কার্যালয় থেকে বের হয়ে সাংবাদিকদের মুখোমুখি হলে অভিযোগের বিষয়ে বিস্তারিত জানাতে চাননি।

এ সময় এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেন, আমরা কিছু অভিযোগ নিয়ে দুর্নীতি দমন কমিশনে এসেছি। আমাদের অভিযোগগুলো আমরা লিখিতভাবে জানিয়েছি। অভিযোগের বিষয়বস্তু সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, ভেরি কনফিডেনসিয়াল। খবর বিডিনিউজের।

অভিযোগ কার বিরুদ্ধে জানতে চাইলেও তিনি সরাসরি কিছু না জানিয়ে বলেন, এটা ভেরি কনফিডেনশিয়াল। এখন কনফিডেনশিয়াল বিষয় বলে দিলে তো আর কনফিডেনশিয়াল থাকল না। তাছাড়া অপরাধীরা তখন সতর্ক হয়ে যাবে।

জুলাইঅগাস্টের গণ আন্দোলনে নেতৃত্ব দিয়ে আসা ছাত্রদের নিয়ে প্রায় দেড় মাস আগে আত্মপ্রকাশ করা দলটির এনসিপির আরেক মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সার্জিস সারজিস আলমও তাদের করা অভিযোগের বিষয়ে কিছু খোলাসা করেনি। তিনি বলেন, অতীতে দুদককে ব্যবহার করে অনেকে সাম্রাজ্য গড়ে তুলেছে। অনেক সাধারণ মানুষকে আবার বিনা অপরাধে হয়রানি করা হয়েছে। এই সময়ে এসেও এখন আমরা সেটি প্রত্যাশা করি না। আমাদের কিছু অভিযোগ ছিল, সেটি আমরা লিখিতভাবে জানিয়েছি। সেটি জানাতেই আমরা এখানে এসেছি। এর বেশি কিছু বলছি না এখন।

পূর্ববর্তী নিবন্ধসিইপিজেডে দুই পোশাক কারখানা শ্রমিকের সড়ক অবরোধ
পরবর্তী নিবন্ধচট্টগ্রাম শহরের জলাবদ্ধতা নিরসনে করণীয় বিষয়ে প্রস্তাবনা পেশ