অতি আত্মবিশ্বাসে ভেসে যাচ্ছে না বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক | বুধবার , ৫ জানুয়ারি, ২০২২ at ১১:০৭ পূর্বাহ্ণ

নিউজিল্যান্ডের মাটিতে কখনোই কোনো ফরম্যাটে জয় না পাওয়া বাংলাদেশের সামনে ইতিহাস গড়ার হাতছানি। কিউইদের বিপক্ষে মাউন্ট মঙ্গানুইয়ে সিরিজের প্রথম টেস্টে জয় উদযাপনের আভাস পাচ্ছে টাইগাররা। তবে অতীতে সাদা পোশাকে অনেক ভুলের কারণে হারতে হয়েছে বাংলাদেশকে। তাই জয়ের সম্ভাবনা জেনেও অতি আত্মবিশ্বাসে গা ভাসাবে না সফরকারীরা। টেস্টের চতুর্থ দিন শেষে সংবাদ সম্মেলনে এমনটাই জানালেন ব্যাটসম্যান লিটন দাস। নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টে ভালো অবস্থানে থেকে চতুর্থ দিন পার করেছে বাংলাদেশ। প্রথম ইনিংসে দুর্দান্ত ব্যাটিং করা লিটন গতকাল চতুর্থ দিনেরেেখলা শেষে সংবাদ সম্মেলনে বলেন, আমরা এখন যে অবস্থায় আছি সে জন্য খুব বেশি রোমাঞ্চ অনুভব করছি না। আমাদের এখনো কম রান দিয়ে ৫ উইকেট নিতে হবে। সেই রান তাড়া করতে হবে। চেষ্টা থাকবে যত কমে তাদের অলআউট করা যায়। তারপর সেই রান তাড়া করার ব্যাপার আসবে। তবে এই উইকেটে সেটা যে খুব সহজ হবে তা কিন্তু নয়। অনেক পরিশ্রম করতে হবে। তবে আমরা শান্ত আছি। আমাদের জিততেই হবে এমন কথা নেই। আমরা প্রক্রিয়ার ভেতর দিয়ে যাচ্ছি। সেই প্রক্রিয়া ধরেই সফল হয়েছি। সামনেও হব বলে আশা করছি। লিটন বলেন পেসার এবাদত হোসেনের অবিশ্বাস্য একটি স্পেলই চতুর্থ দিন বিকেলে বাংলাদেশকে চালকের আসনে বসিয়ে দিয়েছে। দ্রুত তিন উইকেট তুলে নিয়ে তিনি একাই কিউইদের বিপদে ফেলে দিয়েছেন। সতীর্থের এমন পারফর্মেন্সের উচ্ছসিত প্রশংসা শোনা গেল লিটন দাসের মুখে। এবাদত আজ দুর্দান্ত ছিল। ওর দুটো স্পেলই চমৎকার ছিল। আমার মনে হয় সে একই জায়গায় বল করার কারণে অনেক সাহায্য পেয়েছে। তার ব্রেকথ্রু আমাদের দলকে অনেক চাঙা করেছে।’

পূর্ববর্তী নিবন্ধদ্বিতীয় বিভাগ ফুটবল লিগের সুপার ফোর পর্বে কিষোয়ানের জয়লাভ
পরবর্তী নিবন্ধমাহমুদুলের ডান হাতে তিনটি সেলাই