অতিরিক্ত সরকারি কৌঁসুলি হলেন সন্দ্বীপের সেকান্দর বাদশা

| বৃহস্পতিবার , ১৭ অক্টোবর, ২০২৪ at ৪:৪২ অপরাহ্ণ

চট্টগ্রাম জেলা ও দায়রা জজ আদালতের অতিরিক্ত সরকারি কৌঁসুলি (অ্যাডিশনাল জিপি) হিসেবে নিয়োগ পেয়েছেন মোহাম্মদ সেকান্দর বাদশা।

গত বুধবার (১৬ অক্টোবর) আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের সলিসিটর উইং থেকে তাকে নিয়োগ দেওয়া হয়। একই আদেশে চট্টগ্রামে জেলা পাবলিক প্রসিকিউটরসহ মোট ৩৫১ আইন কর্মকর্তা নিয়োগ দেওয়া হয়েছে।

মোহাম্মদ সেকান্দর বাদশা সন্দ্বীপ উপজেলার মুছাপুর গ্রামের আলহাজ্ব মোহাম্মদ মিয়া মেম্বারের ছেলে। তিনি ১৯৯০ সালের ১৬ এপ্রিল আইনজীবী হিসেবে সনদ লাভ করেন। সেকান্দর বাদশা ২০০০ সালে চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সদস্য এবং ২০১৩ সালে সিনিয়র সহ-সভাপতি নির্বাচিত হয়েছিলেন। জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের প্রতিষ্ঠা থেকে তিনি যুক্ত হন এবং বর্তমানে সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।

১৯৮১ সালে সরকারি হাজী এবি কলেজ ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক ছিলেন সেকান্দর বাদশা। পরবর্তীতে তিনি বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত হন।

অ্যাডিশনাল জিপি হিসেবে নিয়োগ পাওয়ার পর প্রতিক্রিয়ায় মোহাম্মদ সেকান্দর বাদশা বলেন, আমি দীর্ঘ ৩৪ বছর ধরে আইন পেশায় নিয়োজিত রয়েছি। এর আগেও আমি এজিপি ছিলাম। বর্তমানে সরকার আমাকে অ্যাডিশনাল জিপি নিয়োগ দিয়েছে। আমি সরকার ও আইন মন্ত্রনালয়কে ধন্যবাদ জানাচ্ছি এবং আমার ওপর অর্পিত দায়িত্ব সততা ও দক্ষতার সঙ্গে পালনের চেষ্টা করব।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রামে অটোরিক্সা ড্রাইভারকে হত্যায় মূলহোতাসহ গ্রেফতার ৪
পরবর্তী নিবন্ধদুই মামলায় ৫ দিনের রিমান্ডে ফজলে করিম