অতিরিক্ত সচিব আলমগীর স্থল বন্দর চেয়ারম্যান

| সোমবার , ১৪ জুন, ২০২১ at ১১:১২ পূর্বাহ্ণ

সরকারের অতিরিক্ত সচিব মো. আলমগীর বাংলাদেশ স্থল বন্দর কর্তৃপক্ষের নতুন চেয়ারম্যান পদে সম্প্রতি দায়িত্ব গ্রহণ করেছেন। উক্ত পদে যোগদানের আগে তিনি প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে তিন বছরের বেশি সময় কর্মরত ছিলেন।
মো. আলমগীর এর আগে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়, শিক্ষা মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, অর্থনৈতিক সম্পর্ক বিভাগ এবং পরিবেশ অধিদপ্তরে বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। তিনি বিসিএস ৮ম ব্যাচের কর্মকর্তা।
তাঁর বাড়ি চট্টগ্রামের পটিয়া উপজেলায়। তিনি সিঙ্গাপুর ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে পাবলিক পলিসিতে গ্র্যাজুয়েশন এবং যুক্তরাষ্ট্রের জন হপকিংস বিশ্ববিদ্যালয় ও যুক্তরাজ্যের সাসেকস বিশ্ববিদ্যালয় থেকে উচ্চতর ডিগ্রি লাভ করেছেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধশেখ হাসিনার নেতৃত্বে দেশ উন্নয়নের রোল মডেল
পরবর্তী নিবন্ধহোটেল রেডিসন ব্লুতে মেডিটেশন সেশন