অতিরিক্ত যাত্রী নিতে মানা করায় পুলিশ সদস্যকে মারধর

১০ টমটম চালক গ্রেপ্তার

বান্দরবান প্রতিনিধি | মঙ্গলবার , ২৪ নভেম্বর, ২০২০ at ১১:০০ পূর্বাহ্ণ

বান্দরবানে ব্যাটারি চালিত অটোরিক্সায় (টমটম) অতিরিক্ত যাত্রী নিতে মানা করায় এক পুলিশ সদস্যকে মারধর করেছে চালক ও শ্রমিকেরা। এ ঘটনায় পুলিশ ১০ টমটম চালককে গ্রেপ্তার করেছে। গতকাল সোমবার দুপুরে এ ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয়রা জানায়, বান্দরবান শহরের ট্রাফিকমোড় থেকে বালাঘাটা যাবার পথে ব্যাটারি চালিত একটি অটোরিঙায় ৫ জন যাত্রী ছিলো। পাশাপাশি অনেক মালামালও ছিল গাড়িতে। তারপরও চালক আরও একজন যাত্রী নিতে চাইলে প্রতিবাদ করে গাড়িতে থাকা পুলিশ সদস্য রনি শর্মা। এতে তার সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়ে চালকসহ অন্য শ্রমিকেরা। এক পর্যায়ে চালক সোহেল ও লাইনম্যানসহ কয়েকজন মিলে পুলিশ সদস্যকে মারধর করে। ঘটনার পর পুলিশ সদস্য সদর থানায় একটি অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে ১০ টমটম চালককে গ্রেপ্তার করে। তবে ঘটনার মূলহোত চালক সোহেল পলাতক রয়েছে। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদুল ইসলাম চৌধুরী বলেন, অতিরিক্ত যাত্রী নেয়ায় আপত্তি করায় এক পুলিশ সদস্যকে মারধরের ঘটনায় ১০ জন অটোরিঙা চালক শ্রমিককে গ্রেপ্তার করা হয়েছে। তাদের থানা হেফাজতে জিজ্ঞাসাবাদ করে ঘটনার সঙ্গে আর কারা জড়িত তা খতিয়ে দেখা হবে।

পূর্ববর্তী নিবন্ধবাসাবাড়িতে গ্যাস সংযোগ প্রদানের দাবি
পরবর্তী নিবন্ধচৈতন্যগলিতে আগুনে পুড়েছে দোকানঘর