নানা আয়োজনে চট্টগ্রাম ও জেলা–উপজেলায় বিভিন্ন সংগঠনের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়েছে।
খুলশী মার্ট : সমগ্র চট্টগ্রামে ফলজ, বনজ ঔষধি গাছের চারা রোপনের বিশেষ কার্যক্রম সূচনা করেছে চট্টগ্রামের বৃহৎ সুপার শপ খুলশী মার্ট। গতকাল সোমবার বিশ্ব পরিবেশ দিবসে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বোটানিক্যাল গার্ডেনে একটি হরতকি গাছের চারা রোপনের মাধ্যমে এই কর্মসূচির সূচনা করা হয়। খুলশী মার্টকে ২০২৫ সালের মধ্যে একটি পরিপূর্ণ গ্রীণ কোম্পানি হিসেবে রূপান্তর করতে ‘রোড টু সাসটেইনিবিলিটি’ ক্যাম্পেইনের আওতায় পরিবেশ সুরক্ষা, বৃক্ষ রোপণ, প্লাস্টিক বর্জন এবং পরিবেশ সংরক্ষণের জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনায় নানা কর্মসূচি হাতে নিয়েছে খুলশী মার্ট কর্তৃপক্ষ। পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষ রোপণ কর্মসূচির সূচনা ছাড়াও নগরীর স্কুলগুলোতে বৃক্ষ রোপণ ও পরিবেশ সংরক্ষণ বিষয়ক কুইজ ও রচনা প্রতিযোগিতার আয়োজন করা হয়। খুলশী মার্টের সিইও সরফরাজ আলীর উদ্যোগে ওয়ান বাই টুয়েন্টিফোর সোস্যাল মুভমেন্ট সামাজিক সংগঠনের সহযোগিতায় এসব কর্মসূচিতে উপস্থিত ছিলেন খুলশী মার্টের বিজনেস ডেভলপমেন্ট ম্যানেজার শাখের হোসাইন, একাউন্টস ম্যানেজার মিজানুর রহমান, আইটি ম্যানেজার শরিফুল ইসলাম, এইচ আর এডমিন বিভাগের সিনিয়র অফিসার তানজিমা হক তিন্নি, কোয়ালিটি কন্ট্রোল ইনচার্জ সাইদুর রহমান, হেড অব সুপার ভাইজার এরশাদ হোসেন, ওয়ান বাই টুয়েন্টিফোর সোস্যাল মুভমেন্ট–এর লায়ন মো. জামাল উদ্দিন সহ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নানা ডিপার্টমেন্টের শিক্ষার্থীরা।
রাউজান পৌরসভা : রাউজান প্রতিনিধি জানান, বিশ্ব পরিবেশ দিবসে রাউজান পৌরসভার উদ্যোগে সচেতনতামূলক এক আলোচনা সভা ও স্থানীয়দের মাঝে গাছের চারা ও পাটের তৈরী পরিবেশবান্ধব ঝুড়ি বিতরণ করা হয়েছে। পৌর মিলানায়তনে আলোচনা সভায় সভাপতিত্ব করেন মেয়র জমির উদ্দিন পারভেজ। বক্তব্য রাখেন কাউন্সিলর আজাদ হোসেন, জসিম উদ্দিন চৌধুরী, কৃষক লীগ নেতা মোহাম্মদ এরশাদসহ সমাজের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। সভায় মেয়র বলেন, রাউজানের অভিভাবক এবিএম ফজলে করিম চৌধুরী এমপির নির্দেশনায় পরিবেশ বন্ধব রাউজান গড়া আন্দোলন চলমান আছে। সকলকে বেশি করে গাছের চারা লাগাতে হবে। প্লাস্টিক, পলিথিনের ব্যবহার বন্ধ করে পরিবেশ বন্ধব পাটের ব্যাগ ব্যবহার করতে হবে।
রেজাউল করিম সিকদার ফাউন্ডেশন : বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে হামজারবাগ রহমানিয়া উচ্চ বিদ্যালয়ে পরিবেশবাদী সংগঠন রেজাউল করিম সিকদার ফাউন্ডেশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়। গতকাল সোমবার জুমাইদুল ইসলামের সঞ্চালনায় ও স্কুলের প্রধান শিক্ষিকা জেবুন নিছা খানমের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন সংগঠনের নির্বাহী পরিচালক মো. জাহেদুল করিম বাপ্পী সিকদার। অতিথি ছিলেন কৃষিবিদ কাজী গোলাম মোস্তফা, জিয়াউল হক, মো. অভি। বক্তারা বলেন, বর্তমানে আমাদের দেশের যেই তাপমাত্রা এটা থেকে বাঁচতে হলে বেশী বেশী গাছ রোপন ও পরিচর্যা করতে হবে। বিশেষ করে স্কুলের ছাদে বাগান করলে ১.৭৩ ভাগ তামপাত্রা কমবে স্বাভাবিক তাপমাত্রার চেয়ে। তাই সবাই বেশী বেশী গাছ লাগান পরিবেশ বাচান।
মমতা : ‘সবাই মিলে করি পণ, বন্ধ হবে প্লাস্টিক দূষণ’ এই প্রতিপাদ্যে বেসরকারী উন্নয়ন সংস্থা মমতার পরিচালিত কৈশোর কর্মসূচির উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস পালিত হয় গতকাল সোমবার। এ উপলক্ষে নগরীর আগ্রাবাদ টিএনটি উচ্চ বিদ্যালয় হতে কিশোরদের অংশগ্রহণে মিনি ম্যারাথন দৌড় প্রতিযোগিতা ও হালিশহরস্থ মমতা অডিটরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মিনি ম্যারাথন প্রতিযোগিতার উদ্বোধন করেন চসিক ২৭নং ওয়ার্ড কাউন্সিলর মো. শেখ জাফরুল হায়দার চৌধুরী সবুজ। এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন প্যানেল মেয়র আফরোজা কালাম। প্রধান আলোচক ছিলেন পরিবেশ বিজ্ঞানী ড. ইদ্রিস আলী। মমতার উপ–প্রধান নির্বাহী মো. ফারুকের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন ওয়ার্ড কাউন্সিলর মো. নুরুল আমিন, মমতার সহকারী প্রধান নির্বাহী মোহাম্মদ শাহারিয়ার, সিনিয়র পরিচালক স্বপ্না তালুকদারসহ মমতার অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। পিকেএসএফ সহায়তায় পরিচালিত উক্ত কর্মসূচির কিশোরদেরকে পরিবেশ দূষণ প্রতিরোধে সচেতনতা সৃষ্টিতে মিনি ম্যারাথন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়। সভায় বক্তারা বলেন, প্লাস্টিক ও মাত্রাতিরিক্ত পলিথিন ব্যবহারের কারনেই আমাদের পরিবেশ অনেকাংশে দূষিত হচ্ছে, এছাড়াও পাহাড়কাটা, নদীভরাট, পুকুর,দিঘী ভরাটের মাধ্যমে অতিনগরায়নের মাধ্যমে পরিবেশকে হুমকির মুখে ফেলে দেওয়া হচ্ছে এবং যার ফলে আমরা নিজেদের ও জীববৈচিত্রের অস্তিত্বকে হুমকির মুখে ফেলে দিচ্ছি।
বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটি : বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটি বাংলাদেশের আইন বিভাগের সেন্ট্রাম ফর কমিউনিটি অ্যাওয়ারনেস (সিসিএ) উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে ক্যাম্পাস পরিস্কার অভিযান, বৃক্ষ রোপণ, র্যালি, কুইজ প্রতিযোগিতা, আলোচনা সভাসহ বিভিন্ন কর্মসূচি আইন বিভাগের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. আবদুল হান্নানের সভাপতিত্বে পালিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এ.এফ.এম. আওরঙ্গজেব, প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট পরিবেশবিদ এবং চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সাবেক মেম্বার (এডমিন) মোঃ জাফর আলম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের প্রাক্তন ডীন ও বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটি বাংলাদেশের আইন বিভাগের উপদেষ্টা প্রফেসর এ.বি.এম আবু নোমান। আইন বিভাগের শিক্ষক আসমা আল আমিনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটির ট্রেজারার প্রফেসর এ.এন.এম ইউসুফ চৌধুরী, ব্যবসায় প্রশাসন বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. মোঃ সরোয়ার উদ্দিন, ফার্মেসী বিভাগের চেয়ারম্যান ড. অনিন্দ্য কুমার নাথ, কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ সালাহউদ্দিন চৌধুরী, ডেপুটি রেজিষ্ট্রার সালাহউদ্দিন শাহরিয়ার, জার্নালিজম এন্ড মিডিয়া স্টাডিজের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ ইমরান চৌধুরী, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মঞ্জুর আলম, আইন বিভাগের শিক্ষক আমিনুল হক সিদ্দিকী, খাদিজাতুল কুবরা, সিদরাতুল মুনতাহা তৃণা, রিদুয়ানুল হক, তৌহিদুল ইসলাম জিহাদী প্রমুখ।
দক্ষিণ হালিশহর উচ্চ বিদ্যালয় : নগরীর ইপিজেড থানাধীন ৩৯নং দক্ষিণ হালিশহর ওয়ার্ডস্থ (তালতলা) দক্ষিণ হালিশহর উচ্চ বিদ্যালয়ে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে প্যাসিফিক জিন্স গ্রুপের সার্বিক সহযোগিতায় বৃক্ষ বিতরণ ও রোপন–পরিচর্চা অভিযান কর্মসূচি গতকাল সোমবার স্কুল মাঠে অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ইসমাইলের সভাপতিত্বে কর্মসূচিতে অতিথি ছিলেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি হাজী মো. সাহাব উদ্দিন। উদ্বোধক ছিলেন প্যাসিফিক জিন্স লি. সাসটেইনিবিলিটি বিভাগের ব্যবস্থাপক শ্যামল দাশ। বিশেষ অতিথি ছিলেন পরিচালনা কমিটির সদস্য মো. নুরুল বশর। উপস্থিত ছিলেন কাজী মহিউদ্দিন, সংগীতা রায়, ইয়াসমীন, মো. আলী হোসেন, শাম্মী আক্তার, ইফতেখারুল আলম, আলতাফ হোসাইন, রুবেল হোসেন, মো. ইউনুস, মো. ফজল করিম, গোলাম মহিউদ্দিন, বিকাশ সরকারসহ শিক্ষার্থী ও স্কাউট টিম সদস্যরা। এতে শতাধিক ফলজ, বনজ, ওষুধি গাছের চারা বিতরণ করা হয়।
স্মাইল বাংলাদেশ : স্মাইল বাংলাদেশ সংগঠনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও সচেতনতা মূলক ক্যাম্পেইন গতকাল ‘প্রকৃতি সংরক্ষণ করি, প্রজন্মকে সম্পৃক্ত করি’–প্রতিপাদ্যে পটিয়া বেলখাইন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।