অতিরিক্ত গরমে গলে গেল জাতীয় গ্রিডের তার

সঞ্চালন লাইনে ত্রুটি, চট্টগ্রামে বিদ্যুতে দুর্ভোগ

আজাদী প্রতিবেদন | বুধবার , ২৬ মে, ২০২১ at ৯:৩১ পূর্বাহ্ণ

বিদ্যুতের আসা-যাওয়াতে মানুষের দুর্ভোগ বাড়ছে। জাতীয় গ্রিডের লাইনের সমস্যার কারণে গত সোমবার তীব্র গরমের মধ্যে দীর্ঘক্ষণ বিদ্যুৎ ছিল না চট্টগ্রামে। এছাড়া গত দুদিনের বৃষ্টি ও দমকা হাওয়াও সঞ্চালন লাইনে ত্রুটির অন্যতম কারণ ছিল। তবে পিডিবির সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বলছে, সোমবার জাতীয় গ্রিডের লাইনের সমস্যা ছাড়া আর কোনো সমস্যা ছিল না। অতিরিক্ত গরমে জাতীয় গ্রিডের ১৩২ কেভি তামার তার গলে নিচের দিকে ঝুলে ১১ কেভির কাছাকাছি চলে এসেছিল। এতে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারত। এই কারণে লাইন বন্ধ করে গ্রিডের লাইনের কাজ করা হয়েছিল।
এই ব্যাপারে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড চট্টগ্রামের বিক্রয় ও বিতরণ বিভাগ স্টেডিয়ামের নির্বাহী প্রকৌশলী কেনোয়ার হোসেন আজাদীকে জানান, মঙ্গলবার স্টেডিয়াম সাবস্টেশনের অধীনে কোথাও কোনো সমস্যা ছিল না। তবে সোমবার জাতীয় গ্রিডে সমস্যা ছিল। এর ফলে বিতরণ আঞ্চল পুরো দক্ষিণে সমস্যা হয়েছিল। এই ব্যাপারে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড চট্টগ্রামের সহকারী পরিচালক (জনসংযোগ) মো. শহীদুল ইসলাম আজাদীকে জানান, গত সোমবার জাতীয় গ্রিডের সমস্যার কারণে কিছু সময়ের জন্য বিদ্যুৎ সংযোগ বন্ধ ছিল। গ্রিডে অতিরিক্ত হিটের কারণে লাইন নিচের দিকে নেমে গিয়েছিল। ১৩২ কেভি এবং ১১ কেভি কাছাকাছি হয়ে গিয়েছিল। এই কারণে একটু সমস্যা হয়েছিল। যত তাড়াতাড়ি সম্ভব কাজ শেষ করে বিদ্যুৎ সংযোগ দেয়া হয়েছে। এছাড়া আর কোনো সমস্যা ছিল না।
চট্টগ্রামে এখন বিদ্যুতের কোনো লোডশেডিং নেই উল্লেখ করে শহীদুল ইসলাম আরো জানান, এখন চট্টগ্রামের চাহিদা সাড়ে ১২শ মেগাওয়াট। জাতীয় গ্রিড থেকে আমরা সমপরিমাণ পাচ্ছি। চট্টগ্রামে এখন প্রতিদিন গড়ে ৯শ মেগাওয়াটের মতো বিদ্যুৎ উৎপাদন হচ্ছে।

পূর্ববর্তী নিবন্ধচসিক মেয়রের জন্য কেনা হচ্ছে এক কোটি ৩০ লাখ টাকার গাড়ি
পরবর্তী নিবন্ধকক্সবাজার উপকূলে জলোচ্ছ্বাস, সেন্টমার্টিনে ভেঙেছে জেটি