অতিথি সেজে নগরের বিভিন্ন কমিউনিটি সেন্টারে বিয়ের অনুষ্ঠানে হাজির হন। পরে সুযোগ বুঝে অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের মোবাইলসহ অন্যান্য দামি জিনিসপত্র চুরি করে পালিয়ে যান। দীর্ঘদিন ধরে এভাবে চুরি করে আসা চোর চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে বাকলিয়া থানা পুলিশ। ধৃতদের মধ্যে ১৩ বছরের এক রোহিঙ্গা কিশোরীও রয়েছে। সে কক্সবাজারের উখিয়া উপজেলার কুতুপালং টেনিস ক্যাম্প টিভি টাওয়ারের পাশে ৩ নং ব্লক এর বাসিন্দা। বাকি দুইজন হচ্ছেন– কক্সবাজার জেলার রামু থানার মরিচ্যা স্কুল পাহাড় এলাকার আবদুর রাজ্জাকের স্ত্রী জেনি বেগম ওরফে রাশিদা বেগম প্রকাশ কালাবাহারনি (২৬) ও চন্দনাইশ থানাধীন দোহাজারী রেলস্টেশন এলাকার মৃত ছাবের আহমদের ছেলে নূর মোহাম্মদ (৬১)। ধৃতদের কাছ থেকে চুরিকৃত নগদ সাড়ে চার হাজার টাকা, একটি বিভো মোবাইল সেট, এক জোড়া স্বর্ণের কানের দুল উদ্ধার করা হয়। এছাড়া চুরির কাজে ব্যবহৃত একটি সিএনজি অটোরিক্সা (চট্টমেট্রো– থ–১৩–৯৭৬৩) জব্দ করা হয়। বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফতাব আজাদীকে বলেন, ধৃতরা একটি সংঘবদ্ধ চক্র। তারা অতিথি সেজে শহরের বিভিন্ন কমিউনিটি সেন্টারে বিয়ের অনুষ্ঠানে গিয়ে অতিথিদের কাছ থেকে কৌশলে টাকা, মোবাইল, স্বর্ণালংকার চুরি করে থাকে।