অতিথি তালিকায় নাম নেই, ফিরে গেলেন অলি আহমদ

প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক

| বৃহস্পতিবার , ৫ ডিসেম্বর, ২০২৪ at ১০:১২ পূর্বাহ্ণ

দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে অংশ নিতে লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) প্রেসিডেন্ট ড. কর্নেল (অব.) অলি আহমদ (বীর বিক্রম) যোগ দিলেও তালিকায় নাম না থাকায় তিনি প্রবেশ করতে পারেননি। গতকাল বুধবার বিকেল পৌনে চারটায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সংলাপে অংশ নিতে আসেন অলি আহমদ। কিন্তু রাজনৈতিক দলগুলোর তালিকায় তার নাম না থাকায় অলি আহমদ প্রবেশ করতে পারেননি। খবর বাংলানিউজের।

এ বিষয়ে এলডিপির দপ্তর সম্পাদক সালাউদ্দিন রাজ্জাক বলেন, দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে অংশ নিতে উপদেষ্টা আদিলুর রহমান ফোনকল করে মঙ্গলবার জানিয়েছিলেন। কিন্তু গেটে নামের তালিকায় নাম না থাকায় অলি আহমদ প্রবেশ করতে পারেননি। একই কারণে ফেরত যেতে হয়েছে দলটির মহাসচিব বীর মুক্তিযোদ্ধা ড. রেদোয়ান আহমেদকেও। পরে তারা অনুষ্ঠানস্থলে না গিয়ে বাসায় চলে আসেন। এরপর উপদেষ্টা আদিলুর রহমান খান যোগাযোগ করলেও তারা আর অনুষ্ঠানে যোগ দিতে যাননি।

পূর্ববর্তী নিবন্ধসিরিজে সমতা অথচ জয়ের উল্লাস
পরবর্তী নিবন্ধগাছবাড়িয়া কলেজের বিদ্যুৎ কন্ট্রোল রুমে যুবকের গলিত লাশ