জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে গ্রুপ থিয়েটার উৎসবের ৮ম দিনে গতকাল শনিবার তির্যক নাট্যগোষ্ঠীর নাটক ‘অতঃপর’ মঞ্চস্থ হয়েছে। ১২ দিনব্যাপী উৎসবের ৯ম দিন আজ মঞ্চস্থ হবে নাটক ‘হত্যার শিল্পকলা’।
সাঈদ হিরো রচিত ও নির্দেশিত ‘অরঃপর’ নাটকে উঠে আছে যাপিত জীবনের চারিদিকের অস্থিরতা। এসব কিছুর পরও জীবন বিস্ময়কর। আমাদের অভ্যাস হয়ে গেছে, নেশার মতো, অপেক্ষা করা। মানবিক ক্রাইসিসের গল্প, চিৎকৃত, চড়া সুরে বলতে চাওয়া লোভ, ক্ষোভ, বিপ্লব।
অতঃপর নাটকে অভিনয়ে অংশ নেন মুশফেকুর রহমান লিটন, আজিজা সামসুন নাহার শেফালি, ওমর ফারুক, রাফিয়া শামা তূরী, রুদ্র তালুকদার, নিপা দাশ মুনমুন, ইসমাইল হোসাইন তানজীর, হায়দার তুহিন, অর্তি মুৎসু্দ্দী পূর্বা, নওশেদ বিন হোসাইন, ইমন, বিজয়, অভিষেক চৌধুরী, অন্ত নাথ, কাইফি খান।
এর আগে নাট্যকর্মী সাইফুল ইসলামের উপস্থাপনায় সন্ধ্যা ৬টায় অনিরুদ্ধ মুক্তমঞ্চে ‘দলীয় নৃত্য পরিবেশন করে সঞ্চারী নৃত্যকলা একাডেমি। পথনাটক ‘শুভ হরতাল’ পরিবেশন করে অ্যাঁভাগার্ড। অনুষ্ঠানে উৎসব ঘোষণা পাঠ করেন নাট্যকর্মী ইসরাত নুর মৌ। আজ উৎসবের ৯ম দিনে সন্ধ্যা ৬টায় দলীয় আবৃত্তি পরিবেশন করবে বোধন আবৃত্তি পরিষদ এবং ঘুঙুর নৃত্যকলা একাডেমি। প্রেস বিজ্ঞপ্তি।












