ব্যস্ত শহর তবুও
বসন্ত ফিরে আসে প্রকৃতির নিয়মে
রঙীন করে চারদিক!
ফুল ফোটে পলাশ শিমুলের ডালে
কুহু তানে ডাকে কোকিল।
প্রেমের প্রতীক ছায়াতরু অশোক
কমলা রঙা হাসি হেসে মেলে ধরে নিজেকে !
সু–শোভন রক্তকাঞ্চন ফোটে নজর কাড়ে সবার
সারি সারি দেবদারু গাছে ফোটে হলুদাভ ফুল
ফোটে মনোলোভা সুবাসিত ক্যামেলিয়া
কতোশত শব্দের থোকা থোকা কারুকাজে
অনুভূতি থেকে সৃষ্টি হয় আবেগী কবিতা।
বসন্তের রঙ মেখে স্বপ্নেরা কল্পনায় আঁকে
তুলির আঁচড় ছাড়াই, যদিও
বোধ আর নির্বোধেরা কিছুটা সময় হাসে কাঁদে
যাপিত জীবনের গল্পকথা আঁকড়ে ধরে বাঁচে।
ফেলে আসা এইসব দিনরাত্রির উপন্যাস
ক্ষণিকের সুধাময়ী স্মৃতির আবেগ আওড়ায়,
যদিও হৃদয়ের গভীরে ভালো লাগার রেশ
কিছুটা হলেও সুগন্ধ ছড়ায়।