অণু গঠনের নতুন কৌশল উদ্ভাবনে রসায়নে নোবেল

| বৃহস্পতিবার , ৭ অক্টোবর, ২০২১ at ৫:৩৯ পূর্বাহ্ণ

নতুন ধরনের অনুঘটক ব্যবহার করে রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে অণু গঠনের কৌশল উদ্ভাবনের মধ্য দিয়ে ওষুধ শিল্পের জন্য নতুন দুয়ার উন্মোচনের স্বীকৃতিতে চলতি বছর রসায়ন শাস্ত্রের নোবেল পেয়েছেন দুই বিজ্ঞানী। রয়্যাল সুইডিশ অ্যাকাডেমি অফ সায়েন্সেস গতকাল বুধবার এ পুরস্কারের জন্য জার্মানির বেনিয়ামিন লিস্ট ও যুক্তরাজ্যের ডেভিড ম্যাকমিলানের নাম ঘোষণা করে। এবারের নোবেল পুরস্কারের এক কোটি সুইডিশ ক্রোনার সমানভাগে ভাগ করে নেবেন এ দুই গবেষক। বেনিয়ামিন লিস্টের জন্ম জার্মানির ফ্রাঙ্কফুর্টে, ১৯৬৮ সালে। অপর বিজয়ী ডেভিড ডব্লিউ সি ম্যাকমিলানের জন্মও একই বছর, যুক্তরাজ্যের বেলশিলে। নোবেল কমিটি জানায়, বেনিয়ামিন লিস্ট ও ডেভিড ডব্লিউ সি ম্যাকমিলান রসায়নের আণবিক গঠনকে সম্পূর্ণ নতুন স্তরে নিয়ে গেছেন। এটি শুধু রসায়নকেই সবুজ করে তোলেনি, বরং অণু উৎপাদনকেও অনেক সহজ করেছে। খবর বিডিনিউজের।
জিন প্রকৌশলের মাধ্যমে ডিএনএ সম্পাদনার ‘সূক্ষ্মতম’ কৌশল উদ্ভাবনের স্বীকৃতিতে জার্মানির গবেষক ইমানুয়েল কার্পেন্টার এবং যুক্তরাষ্ট্রের জেনিফার এ ডাউডনার গতবছর রসায়ন শাস্ত্রের নোবেল পান। বরাবরের মতই চিকিৎসা বিভাগের পুরস্কার ঘোষণার মধ্য দিয়ে সোমবার চলতি বছরের নোবেল মৌসুম শুরু হয়। মানবদেহে উষ্ণতার অনুভূতি কীভাবে ছড়ায়, সেই গবেষণার জন্য যুক্তরাষ্ট্রের গবেষক ডেভিড জুলিয়াস ও অডার্ম প্যাটাপুটেনকে এবার যৌথভাবে চিকিৎসার নোবেল জিতেছেন।
আর মানুষের কর্মকাণ্ড কী করে পৃথিবীর জলবায়ুর নিয়মে ব্যাঘাত ঘটাচ্ছে, সেই গবেষণার স্বীকৃতিতে চলতি বছর পদার্থবিদ্যায় নোবেল পেয়েছেন যুক্তরাষ্ট্রের সুকুরো মানাবে, জার্মাইনর ক্লাউস হাসেলমান এবং ইতালির জর্জিও পারিসি। আজ বৃহস্পতিবার আসবে সাহিত্যের নোবেল ঘোষণা। এরপর শুক্রবার শান্তি এবং আগামী ১১ অক্টোবর অর্থনীতিতে এবারের নোবেল বিজয়ীদের নাম ঘোষণা করা হবে।

পূর্ববর্তী নিবন্ধরাঙ্গুনিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে কলেজ শিক্ষকের মৃত্যু
পরবর্তী নিবন্ধওজনে কারচুপি, মেয়াদোত্তীর্ণ কাটা ওষুধ সংরক্ষণ