চট্টগ্রাম অটো–টেম্পো শ্রমিক ইউনিয়নের নব–নির্বাচিত কার্যকরী পরিষদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার দুপুর ১২টায় বিআরটিসি মার্কেটের ফেডারেশন ও আঞ্চলিক কমিটির কার্যালয়ে এই শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়। বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন ও চট্টগ্রাম আঞ্চলিক কমিটির সভাপতি মোহাম্মদ মুছা নির্বাচিত কার্যকরি কমিটির নেতৃবৃন্দ ও সদস্যদেরকে শপথ বাক্য পাঠ করান। এ সময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন ও চট্টগ্রাম আঞ্চলিক কমিটির কার্যকরী সভাপতি রবিউল মাওলা, সাধারণ সম্পাদক অলি আহমদ। উল্লেখ্য, ২৭ ফেব্রুয়ারী চট্টগ্রাম অটো টেম্পো শ্রমিক ইউনিয়নের নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ১৩টি পদের বিপরীতে মোট ৪৯ জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতা করেন। নির্বাচনে সভাপতি পদে ছাতা প্রতীকে ৩১৪ ভোট পেয়ে নির্বাচিত হন মো. মনির হোসেন, সাধারণ সম্পাদক পদে সাইকেল প্রতীক নুরুল বশরকে ১৩৯ ভোটে হারিয়ে হারিকেন প্রতীকে নির্বাচিত মো. রবিউল ইসলাম রবিন। সহ–সভাপতি পদে শাহাবুদ্দিন, যুগ্ম সম্পাদক গিয়াস উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মো: মামুন, দপ্তর সম্পাদক ১৮৭ সমান ভোট পায় শাহ আলম ও অপু। অন্যদিকে কোষাধ্যক্ষ পদে ৩১৮ ভোট করে সমান ভোটের অধিকারী হন আলমগীর ও আলফাজ আলী। কার্যকরি সদস্য পদে আবু মুনছুর, মোহাম্মদ ফারুক, আফতাব ও সাইফুল ইসলাম নির্বাচিত হন। নির্বাচন পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন, টিপু, উপ–পরিষদের বাশার, জসিম উদ্দিন, মো. জসিম মিয়া ও ফেডারেশনের নেতা মো. রহিম। নির্বাচনে প্রিসাইডিং অফিসার পালন করেন মুনছুর আলম। প্রেস বিজ্ঞপ্তি।