অটোরিকশা হালকা যান শ্রমিক ফেডারেশনের মতবিনিময়

| বৃহস্পতিবার , ৬ অক্টোবর, ২০২২ at ৭:৩৯ পূর্বাহ্ণ

বাংলাদেশ অটোরিকশা হালকা যান পরিবহন শ্রমিক ফেডারেশনের মতবিনিময় সভা গতকাল বুধবার নগরীর কাজীর দেউড়ি স্টেডিয়াম শপিং কমপ্লেক্সে সংগঠনের কার্যালয়ে অনুষ্ঠিত হয়। আঞ্চলিক কমিটির সভাপতি মো. আনোয়ার হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নাসির উদ্দিনের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় সাধারণ সম্পাদক গোলাম ফারুক। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আনোয়ার আলী।
উপস্থিত ছিলেন গিয়াস উদ্দিন তুহিন, ফেরদৌস জামাল মুকুল, দীলিপ বাবু, মনসুর আলী, মো. আবু, মোহাম্মদ শাহদাত ও মনির হোসেন। বক্তারা বলেন, শ্রমিকের অধিকার প্রতিষ্ঠার জন্য ঐক্যবদ্ধ আন্দোলনে বিকল্প নেই। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধআরো ২২ জন করোনায় আক্রান্ত
পরবর্তী নিবন্ধবোয়ালখালী গাউসিয়া কমিটির আলোচনা সভা