চট্টগ্রাম জেলার রাঙ্গুনিয়া থানার আওতাধীন কয়েক হাজার সিএনজিচালিত অটোরিকশা চালকদের সন্ত্রাসী হামলা ও হয়রানি বন্ধের দাবিতে চট্টগ্রাম অটোরিকশা-অটোটেম্পো শ্রমিক ইউনিয়ন কাপ্তাই রাস্তার মাথা শাখার এক জরুরি সভা গতকাল অনুষ্ঠিত হয়।
সভায় নেতৃবৃন্দ বলেন, অতীতে অটোরিকশা শ্রমিকদের উপর যে সকল অন্যায় অত্যাচার চালানো হয়েছে তা ভবিষ্যতে আর চালকেরা মেনে নিবেনা।
কাপ্তাই রাস্তার মাথা শাখার সভাপতি আজাদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভা সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মজিবুর রহমান। সভায় অনান্যদের মাঝে বক্তব্য রাখেন জাকির হোসেন, মো. সাগর, মো. মেহেদী, মো. রাসেল, মো. জাফর, মানিক প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।