অটোরিকশা শ্রমিক ইউনিয়নের প্রতিবাদ সভা

| শনিবার , ২৯ অক্টোবর, ২০২২ at ১১:০৯ পূর্বাহ্ণ

বহদ্দারহাট অটোটেম্পু শাখার সাধারণ সম্পাদক মোহাম্মদ বাবুল ও লাইনম্যান মামুনের উপর সন্ত্রাসীদের হামলার প্রতিবাদে চট্টগ্রাম অটোরিকশা-অটোটেম্পু শ্রমিক ইউনিয়নের বহদ্দারহাট টেম্পু শাখার উদ্যোগে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় ইউনিয়নের শাখা সভাপতি মোহাম্মদ সোলায়মান বলেন, বহদ্দারহাট টেম্পু শ্রমিকদের উপর হামলা সহ্য করা হবে না। যারা হামলা করেছে তাদেরকে চিহ্নিত করা হয়েছে।

তাদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। ২৫ অক্টোবর শাখার কার্যালয়ে কার্যকরী কমিটির প্রতিবাদ সভায় সভাপতির বক্তব্যে মোহাম্মদ সোলায়মান উপরোক্ত কথা বলেন। সভায় বক্তব্য রাখেন কার্যকরী সভাপতি মোহাম্মদ আলম, সহসভাপতি ইউসুফ ভান্ডারী, যুগ্ম সম্পাদক আবদুল হান্নান, অর্থ সম্পাদক মো: মামুন, সাংগঠনিক সম্পাদক সাইফুদ্দীন, কমিটির সদস্য মুহাম্মদ মুরাদ প্রমুখ।

প্রতিবাদ সভায় নেতৃবৃন্দ অবিলম্বে চিহ্নিত হামলাকারীদের গ্রেফতার করার জন্য প্রশাসনের প্রতি আহবান জানানো হয়। অন্যথায় কঠোর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে বলে হুশিয়ারী উচ্চারণ করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধমেটা কমিউনিটি অ্যাক্সেলেরেটর প্রোগ্রামের অংশ হল অপরাজিতা
পরবর্তী নিবন্ধশিক্ষক দিবসে সীতাকুণ্ডে বৃক্ষরোপণ কর্মসূচি