সিএনজি চালিত অটোরিকশা-অটোটেম্পো চালকদের এক বিক্ষোভ সমাবেশ গতকাল শনিবার নগরীর চেরাগী পাহাড় মোড়ে অনুষ্ঠিত হয়। ইউনিয়নের সাধারণ সম্পাদক হারুনুর রশীদের সভাপতিত্বে ও অর্থ সম্পাদক জসিম উদ্দিনের সঞ্চালনায় সমাবেশে উপস্থিত ছিলেন ওমর ফারুক, রফিকুল ইসলাম, মো. আলম, ইমরান হোসেন, কামাল ভান্ডারী, মো. আমজাদ। সমাবেশে নেতৃবৃন্দ বলেন, চট্টগ্রাম মহানগর এলাকায় সিএনজি চালিত অটোরিকশা চালকদের ডিজিটাল মামলার নামে নো পার্কিং মামলা ৩ হাজার টাকা জরিমানা আদায় অযৌক্তিক।প্রেস বিজ্ঞপ্তি।