সিএনজিচালিত অটোরিকশা মালিকগণ সরকার নির্ধারিত মালিকের দৈনিক জমা ৯০০/- টাকার পরিবর্তে ১,০০০/- টাকা কোথাও কোথাও আরো বেশি করে আদায় করে আসছে। মালিকদের দ্বারা অন্যায়ভাবে জোরপূর্বক দৈনিক জমা বৃদ্ধি করে নেওয়ার কারণে বাধ্য হয়ে এসব গাড়ির চালকদেরকে যাত্রীদের নিকট থেকে বেশি ভাড়া চাইতে হচ্ছে। সংগত কারণে জনসাধারণের মধ্যে এজন্য একটা বিরূপ প্রতিক্রিয়া দেখা দিয়েছে। এ বিষয়ে মালিকদের দ্বারা আইন অমান্য করে জমা বৃদ্ধি করে নেওয়ার প্রতিবাদে নগরীর বিভিন্ন থানা এলাকার চালক/সদস্যদের অভিযোগের প্রেক্ষিতে তাদেরকে সাথে নিয়ে প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল কর্মসূচি অব্যাহত রয়েছে। পাশাপাশি সংশ্লিষ্ট প্রশাসনকে এই অন্যায় ও জুলুমের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য লিখিতভাবে জানানো হলেও সংশ্লিষ্ট প্রশাসন কার্যকর কোনো পদক্ষেপ গ্রহণ না করায় “চট্টগ্রাম অটোরিকশা–অটোটেম্পো শ্রমিক ইউনিয়ন, রেজি. নং– ১৪৪১” এর পক্ষ থেকে আজ বুধবার চট্টগ্রাম মেট্রোপলিটন রিজিওনাল ট্রান্সপোর্ট কমিটির সভাপতি পুলিশ কমিশনারকে মালিকের দৈনিক জমা বৃদ্ধি করে নেওয়া ও এর বিরূপ প্রভাব সাধারণ জনগণের ওপর পড়ার বিষয়টি অবহিত করা হয়। একইসাথে এ বিষয়ে তাঁকে একটি স্মারকলিপি দেওয়া হয়। এ সময় ইউনিয়নের কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের সাধারণ সম্পাদক মো. হারুনূর রশীদ, যুগ্ম সম্পাদক মো. সোলায়মান, সহ–সাধারণ সম্পাদক মো. ওমর ফারুক, অর্থ–সম্পাদক মো. জসীম উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মো. রফিকুল ইসলাম, মো. মনিরুল ইসলাম ও মো. শাহীন কুতুবী প্রমুখ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।