চট্টগ্রাম অটোরিকশা–অটোটেম্পো শ্রমিক ইউনিয়ন আকবরশাহ থানার আওতাধীন কর্ণেল হাট বিশ্ব কলোনী শাখার বিশেষ সাধারণ সভা গত বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়েছে। কমিটির সভাপতি মো. মানিক মিয়ার সভাপতিত্বে ও মোহাম্মদ রুবেলের সঞ্চালনায় শাখা কার্যালয়ে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন ইউনিয়নের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মো. হারুনূর রশীদ। বিশেষ অতিথি ছিলেন ইউনিয়নের বায়েজিদ বোস্তামী থানা শাখার সাধারণ সম্পাদক মো. মনিরুল ইসলাম, কেন্দ্রীয় কার্যনিবার্হী সদস্য মো. জাহাঙ্গীর ও আকবরশাহ শাখার সাধারণ সম্পাদক মো. আবদুর রহিম। সভায় প্রধান অতিথি দরিদ্র ও অসহায় সিএনজিচালিত থ্রি–হুইলার অটোরিকশা চালকদের মানবিক দিক বিবেচনা করে পস্ মেশিনে অটোডাবল জরিমানার সিস্টেম বাতিলসহ ঢাকা ও চট্টগ্রামের একইহারে জরিমানা আদায় করার দাবি জানান এবং সিএনজিচালিত অটোরিকশার ক্ষেত্রে মালিকের অতিরিক্ত জমা নেওয়া বন্ধ করে অতিরিক্ত জমা গ্রহণকারী মালিকদের বিরুদ্ধে সড়ক পরিবহন আইনে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণেরও দাবি জানান।
সভায় বক্তব্য রাখেন মো. মহিউদ্দিন, মো. জাকির হোসেন, মো. জামাল, মো. সাজু, মো. আনোয়ার, মো. আবদুল মান্নান প্রমুখ। দে সভায় মো. মানিক মিয়াকে সভাপতি, মোহাম্মদ রুবেলকে সাধারণ সম্পাদক করে ১১ সদস্য বিশিষ্ট কর্ণেল হাট বিশ্ব কলোনী শাখা কমিটি গঠন করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।