অটোরিকশাতে অতিরিক্ত ভাড়া আদায় কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ

| বুধবার , ২৬ জুন, ২০২৪ at ১০:২৯ পূর্বাহ্ণ

নগরীর চকবাজার হতে কোতোয়ালি পর্যন্ত অটোরিকশা ভাড়া ১৫ টাকা আর উঠানামা ভাড়া ৫ টাকা। প্রতি বছর ঈদ এলে ঈদের ২ দিন আগে হতে ৪ দিন পর্যন্ত ৫ টাকার ভাড়া ১০ টাকা আর ১৫ টাকার ভাড়া ২০ টাকা জোর করে নেয় অটোরিকশার চালকরা। এভাবে নতুন ব্রিজ হতে কোতোয়ালি / নিউ মার্কেট এর ক্ষেত্রেও একই অবস্থা উঠানামা ২০ টাকা করে নিয়েছে। এ নিয়ে লেগে থাকে যাত্রীদের সাথে বাকবিতণ্ডা। অনেক সময় হাতাহাতিও হয়ে থাকে। যেন দেখার কেউ নেই। ফলে ভোগান্তির শিকার হয় সাধারণ মানুষ। এ সময় জনগণ তাদের কর্মক্ষেত্রে, শিক্ষা প্রতিষ্ঠানে অথবা গন্তব্যস্থলে যাওয়ার সময় অতিরিক্ত ভাড়ার সম্মুখীন হয়। বৃষ্টির সময় যানবাহন সংকটের কারণে এই উচ্চ ভাড়া দিয়েই চলাচল করতে হয়। একজন কর্মকর্তার বেতন নির্দিষ্ট, একজন শিক্ষার্থীর খরচ করার পরিমাণও এক প্রকার সীমিত, কিন্তু হঠাৎ হঠাৎ এই অতিরিক্ত ভাড়া বহন করা ভুক্তভোগীদের জন্য সত্যিই কষ্টসাধ্য।

আশা করি, কঠোর পর্যবেক্ষণের মাধ্যমে বিভিন্ন সময়ে যেনো অতিরিক্ত ভাড়া দিতে না হয় এ ব্যাপারে দায়িত্বপ্রাপ্ত প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি।

মোঃ রেজাউল করিম

চট্টগ্রাম।

পূর্ববর্তী নিবন্ধজাহানারা ইমাম : জ্যোতির্ময় মনীষা শহীদ জননী
পরবর্তী নিবন্ধআসুন মানবিক হই