‘অটিস্টিক শিশুদের মূল স্রোতে ফেরাতে কাজ করছে নিষ্পাপ অটিজম ফাউন্ডেশন’

| বৃহস্পতিবার , ১ জানুয়ারি, ২০২৬ at ১১:২৩ পূর্বাহ্ণ

অটিস্টিক শিশুদের সমাজের মূল স্রোতে ফিরিয়ে আনতে কাজ করে যাচ্ছে নিষ্পাপ অটিজম ফাউন্ডেশন। নিষ্পাপ অটিজম ফাউন্ডেশনের স্থায়ী কমপ্লেক্সে বিশেষ শিশুদের কল্যাণে প্রদত্ত অনুদানে নির্মিত কক্ষের উদ্বোধনকালে একথা বলেন ইউএসএ থেকে আগত প্রধান অতিথি প্রফেসর ডা. পারভেজ করিম। ফাউন্ডেশনের যুগ্ম সম্পাদক অধ্যাপক টিংকু চৌধুরীর সঞ্চালনায় ও অধ্যাপক ডা. বাসনা মুহুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন সাংবাদিক এম নাসিরুল হক, প্রফেসর সাঈদ মাহমুদ, ডা. খুরশিদ আলম, প্রফেসর মামুনুর রহমান, ডা. আবদুস সালাম, চারুলতা স্কুলের পরিচালক ডা. এমদাদ, ডা. অভিক রায়হান প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক প্রকৌশলী ঝুলন কুমার দাশ।

প্রধান অতিথিকে পুষ্পস্তবক দিয়ে বরণ করেন স্কুলের প্রধান শিক্ষক সোমা চক্রবর্তী। সাথে উপহার হিসাবে তুলে দেওয়া হয় বিশেষ শিশুদের হাতের তৈরী সামগ্রী। উদ্বোধনী সভার শেষ পর্যায়ে নিষ্পাপ অটিজম ফাউন্ডেশন পরিচালিত নিষ্পাপ সমন্বিত বিদ্যালয়ের প্রাক্‌প্রাথমিক হতে ৫ম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের বার্ষিক পরীক্ষার ফলাফল অভিভাবকদের হাতে তুলে দেন প্রধান অতিথি ও ফাউন্ডেশন সভাপতিসহ উপস্থিত অতিথিবৃন্দ। সমাপনী বক্তব্যে নিষ্পাপ সভাপতি বলেন, অটিজম শিশুরা আমাদের সন্তান। তাদের সবার স্কুলে ভর্তির অধিকার আছে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধপটিয়ায় আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার
পরবর্তী নিবন্ধচন্দ্রঘোনায় সিসিএইচপির দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক কর্মশালা