অটিস্টিক শিশুদের প্রশিক্ষণ দিয়ে সমাজের মূল ধারায় আনতে হবে

প্রশিক্ষণ কর্মশালায় বক্তারা

| শুক্রবার , ৬ নভেম্বর, ২০২০ at ৬:৫৭ পূর্বাহ্ণ

মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে ফটিকছড়িতে অটিস্টিক শিশু ও মহিলাদের জন্য সপ্তাহব্যাপী হস্তশিল্প ও সেলাই বিষয়ক প্রশিক্ষণ কর্মসূচি উদ্বোধন করা হয়েছে। সমাজ কল্যাণ সংস্থার আঞ্চলিক প্রশিক্ষণ কক্ষ, রাজঘাটে কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম জেলা তথ্য কর্মকর্তা উপ-পরিচালক মো. সাঈদ হাসান। বিশেষ অতিথি ছিলেন পৌর কমিশনার মো. গোলাপ মওলা গোলাপ। উপস্থিত ছিলেন সমাজকর্মী হাজী মো. মুজিবুল আলম বাবুল। প্রশিক্ষণ পরিচালনা করেন চট্টগ্রাম বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামীম আহমেদ, সূচনা সমাজ কল্যাণ সংস্থার নির্বাহী পরিচালক শাহীন আকতার বিউটি, আবুল কালাম আজাদ ও স্বাগতম বড়ুয়া। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্বপ্নীল ব্রাইট ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মোহাম্মদ আলী শিকদার।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, অটিস্টিক শিশু এখন সমাজের আর বোঝা নয়। এদের সঠিকভাবে প্রশিক্ষণ ও পরিচর্যার মাধ্যমে আলোকিত মানুষ হিসেবে গড়ে তোলে সমাজের মূল ধারায় আনা সম্ভব।

পূর্ববর্তী নিবন্ধনালা দখলমুক্ত করল চসিকের ভ্রমাম্যাণ আদালত
পরবর্তী নিবন্ধতাকওয়া হলো পরকালে নাজাতের মূল চাবিকাঠি