অটিস্টিক মহিলাদের হস্তশিল্প ও সেলাই প্রশিক্ষণ কর্মসূচি

| সোমবার , ২৮ সেপ্টেম্বর, ২০২০ at ৫:১৪ পূর্বাহ্ণ

মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে অটিস্টিক শিশু ও মহিলাদের পাইলট প্রশিক্ষণ কেন্দ্রের মাধ্যমে প্রশিক্ষণ প্রদান কর্মসূচি’ গত ২৬ সেপ্টেম্বর কারিতাস বাংলাদেশ চট্টগ্রামের অডিটরিয়ামে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে সপ্তাহব্যাপী প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্মসচিব মোহাম্মদ মাহবুবুর রহমান ভুঁঞা। প্রশিক্ষণে ২৫ জন অটিস্টিক মহিলা অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মন্ত্রণালয়ের উপসচিব ফেরদৌসী বেগম, প্রকল্প পরিচালক মোহাম্মদ আবুল কালাম আজাদ, সমন্বয়কারী ডাটা কনসালটেন্ট বিডি লিমিটেডের সমন্বয়কারী ড. মারুফ আহমেদ মৃদুল। স্বপ্নীল ব্রাইট ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মোহাম্মদ আলী শিকদারের সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন বেপজা স্কুল এন্ড কলেজের সিনিয়র শিক্ষিকা উম্মে খায়রা রুমি। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধশেখ হাসিনা : ক্রান্তিকালের নেত্রী
পরবর্তী নিবন্ধদেশের কোন মানুষই আজ নিরাপদ নয়