অটিজম শিশুদের ঈদ অনুষ্ঠান

| মঙ্গলবার , ২০ জুলাই, ২০২১ at ৭:৪৪ পূর্বাহ্ণ

বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম কেন্দ্রে এবার ঈদের অনুষ্ঠানমালায় অটিজম শিশুদের পরিবেশনায় ঈদ আনন্দ অনুষ্ঠান ‘আমরা করবো জয়’ প্রচারিত হবে। নিষপাপ অটিজম স্কুলের শিশুদের অংশগ্রহণে অনুষ্ঠানে থাকছে দলীয় ও একক গান, ফ্যাশন-শো, গীতিনাট্য ইত্যাদি। এটি প্রচারিত হবে ঈদের দিন দুপুর ১২.৩০ মিনিটে। প্রযোজনায় আফরোজা দীনা। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধসিটিভিতে ‘দিগন্তের নিমন্ত্রণে’
পরবর্তী নিবন্ধঈদে বিশেষ সিসিমপুর