রোটারী ক্লাব অব চিটাগং এর পক্ষ থেকে চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের অটিজম ও শিশু বিকাশ কেন্দ্রের জন্য নগদ অনুদান ও একটি ফ্রিজ প্রদান করা হয়। গত ১৮ জানুয়ারি রোটারী ক্লাব অব চিটাগং এর পক্ষে ক্লাব প্রেসিডেন্ট রোটারিয়ান হাসান জাফর চৌধুরী এই অনুদানের চেক হাসপাতালের কার্যনির্বাহী কমিটির প্রেসিডেন্ট সৈয়দ মোহাম্মদ মোরশেদ হোসেন এবং জেনারেল সেক্রেটারী মোহাম্মদ রেজাউল করিম আজাদের নিকট হস্তান্তর করেন। অটিজম ও শিশু বিকাশ কেন্দ্রের পরিচালক প্রফেসর ডা. মাহমুদ আহমেদ চৌধুরী আরজু তার পক্ষ থেকে শিশু বিকাশ কেন্দ্রের জন্য ১ লক্ষ টাকার অনুদানের চেক প্রদান করেন। এসময় উপস্থিত ছিলেন হাসপাতালের কার্যনির্বাহী কমিটির ভাইস প্রেসিডেন্ট আবদুল মান্নান রানা, জয়েন্ট জেনারেল সেক্রেটারী মো. জাহিদুল হাসান, কার্যনির্বাহী কমিটির সদস্য মো. সাইফুল আলম, পরিচালক (প্রশাসন) ডা. মো. নূরুল হক, উপ–পরিচালক (প্রশাসন) মোহাম্মদ মোশাররফ হোসাইন, ডা. এ. কে. এম. আশরাফুল করিম, অধ্যাপক ডা. ধনঞ্জয় দাশ, ডা. ওয়াহিদা আক্তার লুবনা, ডা. রেহেনা আহমেদ, ডা. জাহাঙ্গীর আলম মুরাদ ও শিশু বিকাশ কেন্দ্রের অন্যান্য কর্মকর্তা কর্মচারীবৃন্দ।
ক্লাব প্রেসিডেন্ট রোটারিয়ান হাসান জাফর চৌধুরী বলেন, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের সাথে রোটারী ক্লাব অব চিটাগং এর সম্পর্ক এই প্রতিষ্ঠানের জন্মলগ্ন থেকেই। রোটারী ক্লাব অব চিটাগং এর সাবেক সভাপতি ও প্রাক্তন জেলা গভর্ণর ইঞ্জিনিয়ার এল. কে. সিদ্দিকী, প্রাক্তন সভাপতি প্রফেসর এ এস এম ফজলুল করিম, প্রাক্তন সভাপতি প্রফেসর ডা. এম নূরউন নবী, পিডিজি আমিনুজ্জামান ভূঁইয়া, ডা. মইনুল ইসলাম মাহমুদ, প্রফেসর মাহমুদ আহমেদ চৌধুরী আরজু প্রত্যেকেই এই হাসপাতালে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। ক্লাবের পক্ষ থেকেও হাসপাতালের জন্মলগ্ন থেকে আমরা বিভিন্নভাবে সহযোগিতা করে আসছি। এছাড়া আমি যখন ইউনিলিভারে কর্মরত ছিলাম তখন ইউনিলিভারের পক্ষ থেকে হাসপাতালের অপারেশন থিয়েটার কমপ্লেক্স করে দেয়ার বিষয়ে ভূমিকা রাখি। ভবিষ্যতেও আমাদের ক্লাবের পক্ষ থেকে এই সহযোগিতা অব্যাহত থাকবে। হাসপাতাল কার্যনির্বাহী কমিটির প্রেসিডেন্ট সৈয়দ মোহাম্মদ মোরশেদ হোসেন এই অনুদানের জন্য রোটারী ক্লাব অব চিটাগং এর কর্মকর্তাদের ধন্যবাদ জানান। প্রেস বিজ্ঞপ্তি।