শিক্ষাবিদ প্রফেসর হারাধন নাগের সহধর্মিনী, ফিরিঙ্গিবাজার এয়াকুব আলী দোভাষ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষিকা অঞ্জলী মজুমদার (নাগ) গতকাল শনিবার সকাল ১০টায় নগরীর একটি বেসরকারি হাসপাতালে পরলোকগমন করেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৮ বছর। তিনি স্বামী, ১ পুত্র ও ১ কন্যাসহ অসংখ্য আত্মীয়–স্বজন ও গুণগ্রাহী রেখে যান। প্রয়াত অঞ্জলী মজুমদার এস.অ্যাড.ডি মজুমদার ফাউন্ডেশন ট্রাস্টের চেয়ারম্যান দিলীপ কুমার মজুমদারের ছোট বোন। কাল সোমবার বিকালে নগরীর বলুয়ারদীঘির পাড়স্থ অভয়মিত্র মহাশ্মশানে প্রয়াতের শেষকৃত্য সম্পন্ন করা হবে। তাঁর মৃত্যুতে জন্মাষ্টমী উদ্যাপন পরিষদ কেন্দ্রীয় কমিটি, বাংলাদেশ হিন্দু ফাউন্ডেশন, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ, বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ চট্টগ্রাম জেলা ও চট্টগ্রাম মহানগর, বাগীশিক কেন্দ্রীয় সংসদসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন। প্রেস বিজ্ঞপ্তি।