অঞ্জন শর্ম্মা

| রবিবার , ১৬ মার্চ, ২০২৫ at ৫:১৪ পূর্বাহ্ণ

বাংলাদেশ এস্ট্রলজার্স সোসাইটি চট্টগ্রাম বিভাগীয় শাখার সাংস্কৃতিক সম্পাদক, পন্ডিত জে কে শর্ম্মার পিতা অঞ্জন শর্ম্মা (৬১) রাউজান নোয়াপাড়া নিজ বাড়িতে বিকাল ৪.৩০টায় বার্ধক্যজনিত রোগে পরলোকগমন করেন। মৃত্যুকালে তিনি ২ পুত্র, ১ কন্যার জনক ছিলেন। তাঁর পরলোকগমনে বাংলাদেশ এস্ট্রলজার্স সোসাইটি কেন্দ্রীয় কমিটির মহাসচিব লায়ন ড. শ্রীরাম আচার্য, চট্টগ্রাম বিভাগীয় শাখার সভাপতি পন্ডিত অধ্যক্ষ ননী গোপাল আচার্য, নিবার্হী সভাপতি বিজয় শর্মা, এস কে আচার্য শ্যামল, লায়ন রিমন কান্তি মুহুরী, পন্ডিত দুলাল আচার্য, তুষার দাশ দোলন, চন্দ্র রাজ আচার্য, পন্ডিত সুজন আচার্য, সুজিত আচার্য, দোলন আচার্য, জয়দেব আচার্য, লায়ন জুয়েল আচার্য, কানুরাম আচার্য এক যৌথ বিবৃতিতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধনগরে আওয়ামী লীগ ছাত্রলীগের আরো ৩০ জন গ্রেপ্তার
পরবর্তী নিবন্ধমতিউর রহমান চৌধুরী