অজ্ঞান পার্টির ৩ সদস্য গ্রেপ্তার

আজাদী প্রতিবেদন | সোমবার , ৭ মার্চ, ২০২২ at ৭:১২ পূর্বাহ্ণ

নগরীর খুলশী থানাধীন ফয়’সলক এলাকায় অভিযান চালিয়ে অজ্ঞান পার্টির ৩ সদস্যকে গ্রেপ্তার করেছে নগর গোয়েন্দা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে নানান ধরনের চেতনানাশক ওষুধ পাওয়া যায়। গত শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে। গ্রেপ্তারকৃতরা হলেন, মো. মহিউদ্দিন (৩০), মো. আনোয়ার হোসেন (৪২), মো. কামাল হোসেন (৩২)। নগর গোয়েন্দা (উত্তর) বিভাগের সহকারী পুলিশ কমিশনার আলী হোসেন বলেন, অজ্ঞান পার্টির সদস্যরা প্রথমে নগরীর যাত্রী সেজে বাস ও ট্রেনে উঠে পড়ে। এরপর সাধারণ যাত্রীদের পাশে বসে সখ্যতা তৈরি করতে থাকে। এরমধ্যে আবার দলের প্রধান মহিউদ্দিন হকার সেজে বিভিন্ন রোগের ভালো ওষুধের প্রচারমূলক ভাষণ দেয়। এক পর্যায়ে পূর্ব পরিকল্পনা মোতাবেক পাশে বসা ব্যক্তিকে ওষুধ বা হারবাল জাতীয় হালুয়া খাওয়ার জন্য অনুরোধ করে। যেগুলোর মধ্যে কোনো চেতনানাশক ওষুধ মিশ্রিত নাই সেগুলো তাদের খেতে দেয়। তখন তাদের লোকজন অনায়াসে সরবরাহকৃত ওষুধগুলো খেয়ে ফেলে এবং তারা বলে যে এই ওষুধগুলো আমি আগেও অনেক খেয়েছি। আমি উপকৃত হয়েছি। এ সময় প্রতারক অজ্ঞান পার্টির সদস্যদের কথা শুনে সাধারণ যাত্রীরা তাদের দেয়া হালুয়া খেতে চাইলে তাদের কাছে থাকা চেতনানাশক মিশ্রিত হালুয়া খেতে দেয়। হালুয়া খেয়ে যখন যাত্রীরা অজ্ঞান হয়ে পড়ে তখনই তাদের থেকে টাকা পয়সা ও মোবাইলসহ মূল্যবান জিনিসপত্র নিয়ে পালিয়ে যায় তারা। গ্রেপ্তার তিনজনের বিরুদ্ধে থানায় মামলা করা হয়েছে বলেও জানান সহকারী পুলিশ কমিশনার আলী হোসেন।

পূর্ববর্তী নিবন্ধপূর্ব ষোলশহরে বীর্জা খালের জায়গা দখলমুক্ত করার দাবি
পরবর্তী নিবন্ধউপজেলা হাসপাতালগুলো পেল নতুন ১৪১ চিকিৎসক