রবীন্দ্র সঙ্গীত শিল্পী অজিত রায়ের স্মরণে ‘তুমি আমার অহংকার’ শিরোনামের আয়োজনে সুর, ছন্দ ও কথামালায় শিল্পীকে স্মরণ করা হয়। জেলা শিল্পকলা একাডেমির মিলনায়তনে সোমবার স্মরণানুষ্ঠানের আয়োজন করে অভ্যুদয় সংগীত অঙ্গন। শুরুতেই কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা ‘তোমায় নতুন করে পাব বলে’–এর সুরে অজিত রায়কে স্মরণ করেন তাঁর মেয়ে শ্রেয়সী রায়। কবিতা থেকে গান পর্বের পর অতিথি গোলাম কুদ্দুস ও জাতীয় রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদের সহসভাপতি অধ্যাপক ফেরদৌস আরা আলীমকে ফুল ও উত্তরীয় পরিয়ে বরণ করা হয়। পরে সদ্য প্রয়াত সংস্কৃতিকর্মী আলাউদ্দিন খোকনের জন্য ১ মিনিট নীরবতা পালন করা হয়। স্মৃতিচারণ পর্ব সঞ্চালনা করেন অনির্বাণ ভট্টাচার্য। অধ্যাপক ফেরদৌস আরা আলীম বলেন, অজিত রায় ছিলেন একজন নির্ভীক সুরসৈনিক। এতে সভাপতিত্ব করেন প্রদ্যোৎ মজুমদার। প্রেস বিজ্ঞপ্তি।