অচ্ছেদ্য বন্ধন

সুস্মিতা তালুকদার মিতুল | বুধবার , ১৫ অক্টোবর, ২০২৫ at ৪:৪৩ পূর্বাহ্ণ

আমাকে অবহেলা করলে

তোমার জীবন হবে

নিরস গদ্যের মতন,

একঘেয়ে বোরিং

অপাঠ্য গতানুগতিক।

আমায় না দেখলে না জানলে

তোমার জানা হবেনা।

বিশুদ্ধ প্রেমের অকৃত্রিম মায়া

অচ্ছেদ্য বন্ধনে সবিশেষ উপভোগ্য মানবজীবন,

অবিরাম সুখ অপূর্ণ থেকে যাবে

আদি স্বর্গের অমৃতের সুধাপান।

তোমার কষ্ট হবে

অব্যক্ত অপ্রকাশিত কষ্ট।

পূর্ববর্তী নিবন্ধভালোবাসা রঙধনুর মতো সুন্দর
পরবর্তী নিবন্ধআর্টিলারি রেজিমেন্টের ৯৪তম রিক্রুট ব্যাচের কুচকাওয়াজ ও শপথ