নিজের সাথে হয় না দেখা
হয় না কথা কতোদিন,
নিজের কথা নিজেই ভুলে,
বাজাই শুধু ম্লান বীন।
আমার ভেতর আমি অচিন
ভেতরে লুকায় যে জনা,
নীরব কাঁদে, নীরব গায়
আঁকে নীরব আলপনা।
মুখ ফিরায় সে অভিমানে
টলমল চোখে জল,
নিজেকে নিজে বঞ্চনা করি
নিজেকে করি ছল।
নিজের ছায়া দূরে সরে
যায় সে আজ বহুদূর,
ডাকি তারে – ‘যাও কোথায়!’
হাসে বেদনা–বিধুর।
অবশেষে মনে জাগে
আমাতে নাই যে আমি,
হারিয়ে বুঝি আসল মূল্য
আপন হীরাটিই দামী।







