নগরীর চট্টগ্রাম লেডিজ ক্লাব প্রাঙ্গনে অঙ্গীকার বাংলাদেশ ফাউন্ডেশনের স্বাবলম্বী প্রজেক্টের আওতায় যাচাই বাছাইকৃত অসহায়, অভাবগ্রস্থ কিন্তু দক্ষ ১১ জন মহিলাকে পূর্ণাঙ্গ সেলাই মেশিন, ৩ জন রিকশাচালককে নতুন রিকশা এবং ২ জন ভ্যান চালককে নতুন রিকশা ভ্যান উপহার দেওয়া হয়েছে।
সম্প্রতি অঙ্গীকার বাংলাদেশ ফাউন্ডেশন হতে উক্ত প্রকল্পের আওতায় আরো ৩ টি রিকশা, ২টি রিকশা ভ্যান, ১৯টি সেলাই মেশিন, ১ জন হোম ক্যাটারার এর জন্য ডিপ ফ্রিজ এবং একজন পাঠাও বাইক রাইডারকে লাইসেন্স করার ফি উপহার দেয়া হয়েছিল। এছাড়াও মুসলিম হিসাবে ধর্মান্তরিত একজনকে চুল কাটার সেলুনের ২টি চেয়ারসহ সব যন্ত্রপাতি এবং আরেকজন নও মুসলিমকে নতুন সবজি ভ্যান কিনে তাতে ফল মূল দিয়ে ভালভাবে সাজিয়ে দেয়া হয়। এতে তারা স্বাবলম্বী হয়ে জীবন আর জীবিকা নির্বাহ করতে পারে। এছাড়াও একজন মহিলা ক্ষুদ্র উদ্যোক্তাকে তার মশলার ব্যবসা সম্প্রসারণের লক্ষ্যে উল্লেখযোগ্য আর্থিক সহযোগিতা প্রদান করা হয়। অঙ্গীকার বাংলাদেশ ফাউন্ডেশনের সভাপতি আতিক খান জানান, স্বাবলম্বী প্রজেক্টটি পুরো বছরব্যাপী চলমান থাকবে। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সংগঠনের সহসভাপতি শহিদুল ইসলাম মামুন, নাজিমউদ্দীন রিফাত, সম্পাদক হেমায়েত উদ্দিন ডেনিম, অর্থ সম্পাদক মোস্তফা আকবর চৌধুরী প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।