অগ্নি-সন্ত্রাসের পেছনে সরকারি দলের কর্মীরাই, অভিযোগ রিজভীর

| বুধবার , ২২ নভেম্বর, ২০২৩ at ১০:১৭ পূর্বাহ্ণ

দেশজুড়ে অগ্নি সন্ত্রাসনাশকতা’ ঘটনা ক্ষমতাসীনরাই ঘটাচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। গতকাল মঙ্গলবার বিকালে ভার্চুয়াল সংবাদ ব্রিফিংয়ে তিনি এ অভিযোগ করে বলেন, রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় দেশজুড়ে ভীতির রাজত্ব কায়েমের অশুভ উদ্দেশ্যে প্রতিদিন নৈরাজ্যে লিপ্ত হচ্ছে আওয়ামী লীগের দুষ্কৃতিকারী কর্মীরা। তারা গণপরিবহনে অব্যাহতভাবে অগ্নিসংযোগ করছে আর নিরব দর্শকের ভূমিকায় অবতীর্ণ হয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। জ্বালাওপোড়াও করে অপরাধীরা খুব সহজেই ঘটনাস্থল থেকে সটকে পড়েছে। অথচ প্রত্যক্ষদর্শীদের মতে অধিকাংশ ঘটনা আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতিতে বা বড় পুলিশ চেকপোস্টের কাছাকাছি ঘটছে। খবর বিডিনিউজের।

তিনি বলেন, প্রকৃতপক্ষে আমাদের বিশ্বাস করার যথেষ্ট কারণ রয়েছে যে, আওয়ামী লীগের সন্ত্রাসী বাহিনী ও তাদের আজ্ঞাবাহী পুলিশ সদস্যরা উদ্দেশ্যমূলকভাবে যানবাহনে আগুন ধরিয়ে দিচ্ছে। সোশ্যাল মিডিয়ার প্রচারিত বেশ কয়েকটি ভিডিও ফুটেজে চালক বা তাদের সহকারীদের বক্তব্যে স্পষ্ট যে, কীভাবে পুলিশ বা ছাত্রলীগযুবলীগের কর্মীরা তাদের বাসে আগুন দেয়ার জন্য দায়ী। উদাহরণ হিসেবে পর রিজভী কর্মসূচির মধ্যে গত কয়েকদিনের ঘটনা তুলে ধরেন।

তার দাবি, গত ৬ নভেম্বর চট্টগ্রামের আনোয়ারার চাতরি চৌমহনী বাজারে পুলিশ বক্সের কাছে, ৩১ অক্টোবর ঢাকার জাতীয় প্রেস ক্লাবের কাছে ও বাংলা মোটর মোড়ে, ২৮ অক্টোবর কাকরাইলের কাছে বাসে আগুন ধরিয়ে দেওয়ার ঘটনা এবং ৬ নভেম্বর চট্টগ্রামে একটি ট্রাকে আগুন দেওয়ার ঘটনায় ফেনীর স্থানীয় যুবলীগ নেতা নুরুল উদ্দিন টিপুকে হাতেনাতে গ্রেপ্তার ও ১৪ নভেম্বর নাটোরের তাশরীক জামান রিফাত নামে আওয়ামী লীগের কর্মীকে মুখোশসহ গ্রেপ্তারের পর তাদেরকে ছেড়ে দেওয়া হয়।

পূর্ববর্তী নিবন্ধলোহাগাড়ায় নাশকতা মামলায় বিএনপি নেতা গ্রেপ্তার
পরবর্তী নিবন্ধবিনিময় হারের স্থিতিশীলতা ‘স্বস্তি’ আনবে অর্থনীতিতে