টেরীবাজার ব্যবসায়ী সমিতির উদ্যোগে গতকাল শনিবার সভাপতি আমিনুল হকের সভাপতিত্বে সাধারণ সম্পাদক আহমদ হোছাইনের সঞ্চালনায় পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, চট্টগ্রামের উপ–পরিচালক আবদুল হালিম।
বিশেষ অতিথি ছিলেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, চট্টগ্রামের সহকারী পরিচালক এমডি আব্দুল মালেক। উপস্থিত ছিলেন মো. লিয়াকত আলী, মাহবুবুর রহমান, মো. ফরিদ উদ্দিন, আবুল কালাম কালু, এস এস এস বাহাদুর, নুরুল কবির, মো. আজগর আলী, মো. নাছির উদ্দিন, মো. মামুনুর রশিদ, মো. দিদারুল আলম, হাফেজ মো. তাজুল ইসলাম, মো. জাবেদ, মো. রাশেদুল করিম রাশেদ, মো. কামরুল হাসান প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।












