মেঘের তোরঙ্গ খুলে প্রেম দিল উঁকি
মহুয়ার ফুল থেকে গড়ায় মদিরা
হরিয়াল ঝাপটায় ডানা, হচ্ছেটা কী!
খুনসুটি একসাথে আড্ডায় কবিরা।
সাজানো বাগানে এই টুকু সংসার
এক ফালি মেঘ বেঁধে রুমালের গিঁটে
রক্ত তপ্ত দিন ছোঁড়ে বিস্ময় অপার
হৃদয় বুনন চলে ভিন্ন সমতটে।
অর্থবিত্ত, পদ, মোহ নেই কিছু তার
পেটের ক্ষুধাও মরে আসা কালো শিখা
আলো কালো মিলে মিশে নিত্য সমাচার
বিভোর রয়েছে– মগ্ন এক আত্ম দেখা।
হৃদ আনন্দের এই সব ভিন্ন খেলা
নিজেকে পিছনে ফেলে কবিতার ভেলা।