রাউজান হলদিয়া ইউনিয়নের উত্তর সর্তা গ্রামের তোতা গাজীর বাড়ির বসতঘর সম্প্রতি অগ্নিকাণ্ডে পুড়ে গেছে। এসব অগ্নিদুর্গত লোকজনের মাঝে রাউজান উত্তর সর্তা সমিতির (রাউস) পক্ষ থেকে প্রত্যেক পরিবারকে নগদ ১০ হাজার টাকা করে তিন পরিবারের মাঝে ৩০ হাজার টাকা বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন মোহাম্মদ আলমগীর, মোহাম্মদ জসিম উদ্দিন, মো. মোরশেদ, রাউসের পক্ষে সাধারণ সম্পাদক মোজাফ্ফর আলী চৌধুরী, যুগ্ম সম্পাদক মোহাম্মদ মাহাবুবুল আলম, মাস্টার আলাউদ্দিন, সাংগঠনিক সম্পাদক সালাউদ্দিন কাউসার লাভু, সহ-সাংগঠনিক সম্পাদক অধ্যাপক মোহাম্মদ আলী, আবদুল করিম মাস্টার, স্থানীয় মহল্লা কমিটির সর্দার মোহাম্মদ আবদুল হামিদ, মাস্টার নুরুল ইসলাম প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।