রাঙ্গুনিয়ায় বাপের বাড়িতে অগ্নিদগ্ধ হয়ে চিকিৎসাধীন থাকা রাউজানের এক গৃহবধূ মারা গেছেন। মারা যাওয়া গৃহবধূর নাম লাভলী বড়ুয়া (২৭)। তিনি উপজেলার উরকিরচর ইউনিয়নের আবুরখীল নন্দনকানন গ্রামের বিপ্লব বড়ুয়ার স্ত্রী। গত শনিবার রাতে মারা যাওয়া লাভলীর লাশ স্বামীর বাড়িতে এনে সৎকার করা হয়েছে। জানা যায়, লাভলী বড়ুয়া গত ১৪ ফেব্রুয়ারি রাঙ্গুনিয়া সুকবিলাশ দশ মাইল গ্রামে নিজ বাপের বাড়িতে শীতে উত্তাপ নিতে গিয়ে অগ্নিদগ্ধ হয়েছিলেন। গুরুতর অবস্থায় তাকে হাসপাতালে রেখে এতদিন চিকিৎসা দেয়া হয়েছিল। দুই সন্তানের জননী লাভলী এক মাস আগে একটি কন্যা সন্তান জন্ম দিয়েছিলেন। বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় ইউপি সদস্য দিবস বড়ুয়া।












