অগ্নিদগ্ধদের চিকিৎসা খরচ ও ১৮ পরিবারের জন্য নতুন ঘর নির্মাণের দায়িত্ব আমার

আনোয়ারায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের সহায়তাকালে জাবেদ এমপি

আনোয়ারা প্রতিনিধি | শুক্রবার , ৯ ফেব্রুয়ারি, ২০২৪ at ১০:৩২ পূর্বাহ্ণ

ভূমি মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও সাবেক ভূমি মন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ এমপি বলেছেন, আনোয়ারাবাসীর যেকোনো দুর্যোগ দূর্বিপাকে আমি আমার মরহুম পিতা আখতারুজ্জামান চৌধুরী বাবুর মত পাশে থাকবো ইনশাআল্লাহ। আমার কাছে আমার এলাকার মানুষ সবার ঊর্ধ্বে। আমি তাদের সুখদুঃখে নিজেকে উজাড় করে দিতে চাই। ইনশাআল্লাহ মহান আল্লাহ সহায় হলে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ১৮ পরিবারকে নতুন ঘর নির্মাণের দায়িত্ব আমি নিলাম। সেই সাথে হাসপাতালে চিকিৎসাধীন অগ্নিদগ্ধ আহতদের যাবতীয় চিকিৎসা সহায়তার দায়িত্বও আমার। আমি এদের সব ধরনের সহযোগিতা দিয়ে যেতে চাই। শুধু তাই নয় বিগত দিনের ন্যায় আগামীতেও আমি আনোয়ারাবাসীর উন্নয়ন আর কল্যাণে আমি কাজ করে যাব ইনশাল্লাহ। গতকাল বৃহস্পতিবার দুপুরে আনোয়ারা উপজেলা প্রশাসন (দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়) আয়োজিত রায়পুর ইউনিয়নের উত্তর পরুয়া পাড়ায় অনুষ্ঠানে বক্তব্য প্রদানকালে এসব কথা বলেন এমপি জাবেদ।

এ সময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, আনোয়ারা উপজেলা চেয়ারম্যান তৌহিদুল হক চৌধুরী, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইশতিয়াক ইমন, আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল আহমেদ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক এম এ মান্নান চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জসিম উদ্দিন চৌধুরী, রায়পুর ইউনিয়নের চেয়ারম্যান আমিন শরীফ, সাবেক চেয়ারম্যান জানে আলম, উপজেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক হাফেজ আবুল হাসান কাশেম, বারশত ইউনিয়নের চেয়ারম্যান এম এ কাইয়ুম শাহ, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল মালেক, উপজেলা আওয়ামী লীগের সদস্য অ্যাডভোকেট ইমরান হোসেন বাবু, উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ ছৈয়দ, রায়পুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল আজিজ, ইউপি সদস্য মোহাম্মদ ইসহাক, আলম খান প্রমুখ। পরে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাভেদ এমপি অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ১৮ পরিবারের মাঝে, নগদ টাকার অনুদানের চেক, খাদ্য সামগ্রী প্রদান করেন।

পূর্ববর্তী নিবন্ধসড়ক দখল করে প্রভাবশালীদের বাড়ি নির্মাণ
পরবর্তী নিবন্ধবাঁশখালীর লেয়াকত চেয়ারম্যান ঢাকায় গ্রেপ্তার