গতকাল মঙ্গলবার (৫ অক্টোবর) সকালে নগরীর তারকা হোটেল পেনিনসুলার পেছনে মূল ভবন থেকে পৃথক বর্ধিতাংশের স্টোররুমে অগ্নিকাণ্ডের ঘটনায় হোটেলের সেবা ও সুনামে কোনো ক্ষতিকর প্রভাব পড়েনি বলে জানিয়েছেন হোটেলটির ম্যানেজিং ডিরেক্টর মুস্তাফা তাহসীন আরশাদ।
তিনি আজ বুধবার (৬ অক্টোবর) বিকালে হোটেল পেনিনসুলার জিনিয়া হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা জানান।
তিনি জানান, আগুন লাগার পর আশেপাশে ধোঁয়া ছড়িয়ে পড়লেও তাৎক্ষণিকভাবে পেনিনসুলার নিজস্ব অগ্নিনির্বাপণ ব্যবস্থা এবং ফায়ার সার্ভিসের দ্রুততম যৌথ প্রচেষ্টায় অল্প সময়ের মধ্যেই বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি ছাড়াই এই আগুন নিয়ন্ত্রণে আনা হয়।
এ অগ্নিকাণ্ডের ফলে হোটেলের অতিথিদের কক্ষ কিংবা অন্য কোথাও কোনো প্রভাব পড়েনি যে কারণে অতিথিদের কাউকে নিজ কক্ষ থেকে স্থানান্তরেরও প্রয়োজন হয়নি বলে জানান তিনি।
যেকোনো পরিস্থিতিতেই তাদের অতিথিদের সুরক্ষা এবং সর্বোচ্চ নিরাপত্তাই তাদের অগ্রাধিকার জানিয়ে সংবাদ সম্মেলনে তিনি আরো জানান, একটি আন্তর্জাতিক মানের তারকা হোটেল হিসেবে তারা তাদের অতিথি এবং প্রতিটি কর্মীর নিরাপত্তা বজায় রাখার জন্য আন্তর্জাতিক প্রটোকলগুলি কঠোরভাবে অনুসরণ করেন।
সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন হোটেল পেনিনসুলার জেনারেল ম্যানেজার সুমেধ গুনাবর্ধনা, সিনিয়র ম্যানেজার মীর কাসেম (একাউন্টস এন্ড এস্টেট), চীফ ইঞ্জিনিয়ার মোহাম্মদ ফরিদুল ইসলাম এবং সিকিউরিটি অফিসার বুলবুল আহমেদ।