অগ্নিকাণ্ডে নিহত তিন কন্যার পরিবারের পাশে শিক্ষা উপমন্ত্রী

| রবিবার , ২৩ জুলাই, ২০২৩ at ৫:৩০ পূর্বাহ্ণ

পাথরঘাটা বান্ডেল রোড সেবক কলোনিতে অগ্নিকাণ্ডে নিহত তিন কন্যার পরিবারকে সমবেদনা জানাতে গতকাল শনিবার তাদের বাসায় যান শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল। এসময় শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল সন্তানহারা মিঠুন দাশআরতি দাশ দম্পতিকে সমবেদনা জানান। তিনি বলেন, আপনাদের যে ক্ষতি হয়েছে তা কখনোই পূরণ হওয়ার নই। সন্তান হারানোর বেদনা সহ্য করা কোন পিতা মাতার পক্ষে সম্ভব নয়। এই সময় শিক্ষা উপমন্ত্রী সেবকদের বিভিন্ন সমস্যার কথা শুনেন এবং দ্রুত সমাধানের আশ্বাস প্রদান করেন। এসময় শিক্ষা উপমন্ত্রীর সাথে ছিলেন, নগর আওয়ামী লীগের উপদপ্তর সম্পাদক কাউন্সিলর জহর লাল হাজারী, কাউন্সিলর রুমকি সেনগুপ্ত, বাংলাদেশ হরিজন পরিষদ, চট্টগ্রাম জেলার সভাপতি বিষ্ণু দাশ, ঝান্না দাস, দিলীপ দাস, কৃষ্ণ দাস প্রমুখ। উল্লেখ্য, গত ২০ জুন সকালে মাবাবা কর্মস্থলে চলে যায়। চার বোন ছিল বাসায়। হঠাৎ বাসায় আগুন ধরে যায়। অগ্নিকাণ্ডের পরে তাৎক্ষণিক দগ্ধদের চিকিৎসা ব্যক্তিগত তহবিল থেকে ৫০ হাজার টাকা অনুদান দিয়েছিলেন শিক্ষা উপমন্ত্রী। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধসুন্দর সমাজ প্রতিষ্ঠায় সকলকে এগিয়ে আসতে হবে : ড.অনুপম সেন
পরবর্তী নিবন্ধচিটাগাং উইম্যান চেম্বারের সাথে এপিক হেলথ কেয়ারের সমঝোতা স্মারক