তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদের পক্ষ থেকে রাঙ্গুনিয়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে নগদ অর্থ সহায়তা দিয়েছে পৌরসভার মেয়র শাহজাহান সিকদার। গতকাল মঙ্গলবার পৌরসভার ৫ নম্বর ওয়ার্ড উত্তর ঘাটচেক খোন্দকার পাড়া এলাকায় ক্ষতিগ্রস্ত তিন পরিবারকে নগদ অর্থ তুলে দেয়া হয়। এই সময় উপস্থিত ছিলেন পৌরসভা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ সেলিম, কাউন্সিলর জালাল উদ্দিন, তারেকুল ইসলাম চৌধুরী প্রমুখ। উল্লেখ্য, ২৭ এপ্রিল পৌরসভার উত্তর ঘাটচেকে অগ্নিকাণ্ডে তিন বসতঘর পুড়ে যায়।