অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে কাতার প্রবাসী রাঙ্গুনিয়া জাতীয়তাবাদী ফোরাম

রাঙ্গুনিয়া প্রতিনিধি | শনিবার , ১৩ ডিসেম্বর, ২০২৫ at ৯:১৪ পূর্বাহ্ণ

রাঙ্গুনিয়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত তিন পরিবারের পাশে দাড়িয়েছে কাতার প্রবাসী রাঙ্গুনিয়া জাতীয়তাবাদী ফোরাম। তাদের তাৎক্ষণিক অর্ধ লাখ টাকার নগদ অর্থ সহায়তা প্রদান করেন এবং পর্যায়ক্রমে আরও সহায়তার আশ্বাস দেন। গত ৬ ডিসেম্বর উপজেলার ইসলামপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ড শায়ের মোহাম্মদ পাড়ায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। মঙ্গলবার ( ৯ ডিসেম্বর) বিকালে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত স্থান পরিদর্শন করেন কাতার প্রবাসী রাঙ্গুনিয়া জাতীয়তাবাদী ফোরাম এর প্রতিনিধি দলের নেতৃবৃন্দ। পরে ফোরামের সভাপতি মুহাম্মদ আবু তৈয়ব, সাধারণ সম্পাদক মুহাম্মদ নেজাম, সহ সভাপতি মোহাম্মদ আকতার এবং সহ সাংগঠনিক সম্পাদক মো. মামুনের উদ্যোগে এবং সংগঠনের সকলের সহায়তায় এই আর্থিক অনুদান দেয়া হয়।

পূর্ববর্তী নিবন্ধগণতন্ত্র ও সামাজিক কাঠামো
পরবর্তী নিবন্ধসাতকানিয়ার চিব্বাড়িস্থ হাজী এবাদুল্লাহ-এলাম খাতুন মসজিদে সভা