অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের ঢেউটিন ও অর্থ সহায়তা প্রদান

পেকুয়ায় কক্সবাজার জেলা প্রশাসক

পেকুয়া প্রতিনিধি | শুক্রবার , ৯ মে, ২০২৫ at ১০:৩৩ পূর্বাহ্ণ

কক্সবাজার জেলা প্রশাসক মোহাম্মদ সালাহউদ্দিন গতকাল বৃহস্পতিবার পেকুয়া উপজেলায় চলমান বিভিন্ন প্রকল্পের কাজ পরিদর্শন করেন। তিনি পেকুয়া থানা পরিদর্শন কালে থানা পুলিশ তাঁকে গার্ড অব অনার প্রদান করে। পরে তিনি উপজেলা কমপ্লেক্সে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে ঢেউটিন ও অর্থ সহায়তার চেক বিতরণ করেন। এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তার নিরাপত্তায় নিয়োজিত আনসার সদস্যদের জন্য নির্মিত আনসার ভিডিপির কার্যালয় পরিদর্শন করেন।

উপজেলায় এসব প্রকল্প পরিদর্শন শেষে উপজেলা সম্মেলন কক্ষে উপজেলা পরিষদের কর্মকর্তাদের সাথে এক মতবিনিময় সভায় যোগ দেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মঈনুল হোসেন চৌধুরীর সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ সালাহউদ্দিন। এসময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) পেয়ারা বেগম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সিরাজুল মোস্তফা, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) আবু তাহের উপস্থিত ছিলেন।

পূর্ববর্তী নিবন্ধরহিমপুর আইডিয়াল কলেজে বার্ষিক পুরস্কার বিতরণী
পরবর্তী নিবন্ধএস এম সাইফুল আলম সিএন্ডএফ ফেডারেশনের মহাসচিব